শেখ হাসিনাসহ পলাতকদের দেশে ফেরাতে রেড নোটিশ জারি হচ্ছে: আসিফ নজরুল

আসিফ নজরুল। ফাইল ছবি/ সংগৃহীত

শেখ হাসিনাসহ জুলাই-আগস্টের গণহত্যায় জড়িতদের দেশে ফিরিয়ে আনতে সরকার ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভবন সংস্কারকাজ দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, 'যে খুনি গোষ্ঠী জুলাই আগস্ট মাসে গণহত্যা চালিয়েছে, যারা পালিয়ে আছে তাদেরকে ধরার জন্য আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছি। এটা খুব দ্রুত হবে। তারা যেখানেই থাকুক না কেন আমরা তাদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশে নিয়ে আসার জন্য সর্বোচ্চ উদ্যোগ নেব ও চেষ্টা করব।

এসময় তিনি আরও বলেন, দেশের মর্যাদা ক্ষুণ্ন করতে সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে ভিত্তিহীন অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ।

আসিফ নজরুল বলেন, এটা খুনি যে ফ্যাসিস্টচক্র আছে তারা বিশ্ব জনমতকে, বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য নিজেদের আত্মরক্ষার জন্য মিথ্যা প্রচারণার চালানোর উপায় হিসেবে এ মামলাটা করেছে।

Comments

The Daily Star  | English

Hasina regime silenced media

Chief Adviser's Press Secretary Shafiqul Alam yesterday said steps must be taken to ensure that no one can directly interfere with the media in the future like it was done during the ousted Sheikh Hasina government.

4h ago