ফ্যাসিস্ট সরকার জনগণকে নিপীড়নের জন্য ডিসিদের ব্যবহার করেছে: আইন উপদেষ্টা

আসিফ নজরুল
আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: টিভি থেকে নেওয়া

দেশের সবচেয়ে মেধাবী মানুষেরা ডিসি হিসেবে কাজ করেন উল্লেখ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার জনগণকে অত্যাচার, নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য ডিসিদের ব্যবহার করেছে।

আজ মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে আইন মন্ত্রণালয়–সম্পর্কিত অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইন উপদেষ্টা।

তিনি বলেন, জেলা প্রশাসকদের সঙ্গে কথা বলে মনে হয়েছে আমরা যদি ইতিবাচকভাবে তাদের কাজে লাগাই জনগণকে সেবা করার জন্য, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য, ভূমি ব্যবস্থাপনা, স্বাস্থ্য, শিক্ষাসেবা প্রদান করার জন্য এবং ওই ক্যাপাবিলিটি তাদের আছে। কিন্তু রাজনৈতিক দিকনির্দেশনাটা থাকে না।'

আসিফ নজরুল আরও বলেন, 'আশা করব ভবিষ্যতে বাংলাদেশে যেই দলই ক্ষমতায় আসুক প্রশাসন ক্যাডারের যে অসীম সম্ভাবনাময় শক্তি এটিকে যেন জনগণের নিপীড়নের জন্য ব্যবহার করার কাজে না লাগিয়ে আমাদের সংবিধানে যেভাবে বলা আছে জনগণের সেবা করার কাজে যেন লাগানো হয়।'

জনগণকে সেবা দিতে কী ফর্মুলা দিয়েছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনে যা আছে নীতিমালায় যা আছে সংবিধানে যা আছে সেটা মেনে চললে জনগণের সেবা আর কল্যাণ দেওয়া ছাড়া ওনাদের (ডিসি) আর কোনো কাজই নাই। কাজেই আমাদের শুধু একটা কথাই বলতে হয় আপনি আইন অনুযায়ী চলেন, বিবেক মতো চলেন।'

আইন উপদেষ্টা বলেন, 'তাদের যে জনগণের প্রতিপক্ষ হিসেবে ব্যবহার করা হয়েছে সেটা সম্পূর্ণ আইন ও সংবিধান লঙ্ঘন করে।'

Comments

The Daily Star  | English
jamaat-ameer-shafiqur

'Second uprising, this time against corruption'

Says Jamaat chief at party's grand rally at Suhrawardy Udyan

16m ago