এক বছর পর ফিরে মোড় ঘুরানোর নায়ক নাসুম

nasum ahmed
ফাইল ছবি

নাসুম আহমেদ সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন প্রায় এক বছর আগে, গত বিশ্বকাপে তিন ম্যাচ খেলেও তিনি ছিলেন উইকেটশূন্য। স্বাভাবিকভাবেও জায়গা হারান জাতীয় দলে। এরপর তাকে নিয়ে চলে অনেক বিতর্ক। বদলে যাওয়া পরিস্থিতিতে লম্বা সময় পর ফেরার ম্যাচেই মোড় ঘোরানোর নায়ক এই বাঁহাতি স্পিনার।

শনিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানকে  ৬৮ রানে হারিয়ে সমতায় ফিরে বাংলাদেশ। ৭৬ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন নাজমুল হোসেন শান্ত। তবে অনায়াসে ম্যাচ সেরার পুরস্কারটা পেতে পারতেন নাসুমও। ব্যাটিংয়ে যখন ১৮৪ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ দল, তখন নেমে জাকের আলি অনিককে নিয়ে যোগ করেন ৪৬ রান। ২৪ বলে ২ ছক্কায় ২৫ রানের ইনিংস খেলেন তিনি।

বল হাতেই রেখেছেন মূল অবদান। ৮.৩ ওভার বল করে ২৮ রানে ৩ উইকেট পেয়েছেন তিনি। ২৫৩ রান তাড়ায় শুরুতে রাহমানুল্লাহ গুরবাজকে হারালেও সেদিকুল্লাহ অটল ও রহমত শাহ মিলে দলকে টানছিলেন ভালোভাবে। ৫২ রানের সেই জুটি ভেঙে ব্রেক থ্রো আনেন নাসুম, আউট করেন অটলকে। হাসমতুল্লাহ শহিদি আউট হতে ক্রিজে আসা আজমতুল্লাহ অমরজাইকে দারুণ ডেলিভারিতে বোল্ড করেন নাসুম, আল্লাহ মোহাম্মদ গজনফরকে আউট করে মুড়ে দেন ইনিংস।

অথচ এই সিরিজে নাসুম ফিরেছেন লম্বা সময় পর। ভিসা জটিলতায় থাকতে পারেননি প্রথম ওয়ানডেতে। গত বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পাশাপাশি বিতর্কে জড়িয়েছিলেন। বিশ্বকাপের বেশ কিছুদিন পর খবর বেরিয়েছিল তৎকালীন কোচ চণ্ডিকা হাথুরুসিংহে তাকে শারীরিকভাবে আঘাত করেছেন। তখন এটার সত্যতা মেলেনি। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া ফারুক আহমেদ পুরনো সেই ইস্যু ধরে গত ভারত সফরের পর চাকুরীচ্যুত করেন হাথুরুসিংহেকে। যদিও হাথুরুসিংহে অভিযোগ অস্বীকার করেছেন। বিশ্বকাপে সহ অধিনায়ক থাকা নাজমুল হোসেন শান্তও জানিয়েছিলেন এমন কিছু ঘটেছে বলে তার জানা নেই।

এবার নাসুমের ফেরার অনেকেই ছিলেন কৌতূহলী। পারফরম্যান্স দিয়ে আপাতত সবার কৌতূহল মিটিয়েছেন। মূলত গত ঘরোয়া মৌসুমে ভালো বল করে নিজেকে শানিত করেছেন নাসুম। নিজের ব্যাটিং সামর্থ্যও যে বেড়েছেন রেখেছেন সেই ছাপ।

নাসুমের পারফরম্যান্স যে ম্যাচে মোড় ঘুরিয়েছে তা উল্লেখ করেন অধিনায়ক শান্ত, 'তারা (জাকের আলি ও নাসুম) যেভাবে শেষ করেছে (ব্যাটিং জুটি) তাতে মোমেন্টাম এসেছে। এটাই আমি চাই। জাকের ও নাসুমের মতন নিচের দিকে রান করা। আশা করি তারা এমন ব্যাটিং চালিয়ে যাবে।'

Comments

The Daily Star  | English

Dhaka sends diplomatic note to Delhi to send back Hasina: foreign adviser

The Ministry of Foreign Affairs has sent a diplomatic note to the Indian government to send back ousted former prime minister Sheikh Hasina to Dhaka.

5h ago