ব্যালন ডি'অর

খুব ছোট ব্যবধানে রদ্রির কাছে হারেন ভিনিসিয়ুস

এবারের ব্যালন ডি'অর পুরস্কারের মতন বিতর্ক কি আর আগে কখনো হয়েছিলো? আভাস তৈরির পর ভিনিসিয়ুস জুনিয়রের না জেতা, রিয়াল মাদ্রিদের অনুষ্ঠান বর্জন, সমর্থক ও বিভিন্ন খেলোয়াড়দের তীব্র প্রতিক্রিয়া অন্তত বিগত বেশ কয়েক বছরে এমন দৃশ্য দেখা যায়নি। এই পুরস্কারের দুই সপ্তাহ পর আয়োজক ফ্রান্স ফুটবল ভোট গণনার বিস্তারিত প্রকাশ করেছে।

বিস্তারিত ভোটে দেখা যাচ্ছে ১১৭০ পয়েন্ট পেয়ে জিতেছেন রদ্রি, তার থেকে মাত্র ৪১ পয়েন্ট কম নিয়ে (১১২৯) দ্বিতীয় হন ভিনিসিয়ুস।

এই পুরস্কার জেতার লড়াইয়ে রদ্রি, ভিনিসিয়ুস দুজনেই যোগ্য থাকলেও আগের মৌসুম দুর্দান্ত ফুটবল উপহার দেওয়ায় ব্রাজিলিয়ান তারকার দাবি ছিলো বলে অনেকেই মত দেন। ভিনিসিয়ুসের সতীর্থরা ব্যালন ডি'অর পুরস্কারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেন।

তবে প্রকাশিত ভোটের হিসাব এখন সবার সামনে। ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দেশের সাংবাদিকদের ভোট দেওয়ার কথা থাকলেও ফ্রান্সের গণমাধ্যম লেকিপ জানিয়েছে, এবার ভোট দেন ৯৯ জন। সিরিয়ার সাংবাদিক ভোট দেননি। এই সাংবাদিকরা তাদের পছন্দের শীর্ষ ১০ জন খেলোয়াড় বেছে নেন। সবার উপরে থাকা ফুটবলার ১৫ পয়েন্ট, এরপর যথাক্রমে ১২, ১০, ৮, ৭, ৫, ৪, ৩,২, ১ পয়েন্ট করে পান।

৯৯ জনে মধ্যে ৪৯ জন সাংবাদিকের শীর্ষে ছিলেন রদ্রি। ৩৫ জনের শীর্ষে ছিলেন ভিনিসিয়ুস। মজার কথা হলো এরমধ্যে ৫ জন সাংবাদিক (বাহরাইন, বলিভিয়া, কলম্বিয়া, সংযুক্ত আরব আমিরাত ও পানামা) তাদের সেরা দশেই রাখেননি রদ্রিকে।  ভিনিসিয়ুসকে সেরা দশে রাখেননি তিন দেশের সাংবাদিক (এল সালভাদর, ফিনল্যান্ড ও নামিবিয়া)

রদ্রি স্পেনের হলেও তার নিজ দেশের সাংবাদিক শীর্ষে রেখেছিলেন ভিনিসিয়ুসকে। ব্রাজিলিয়ান সাংবাদিকের শীর্ষে ছিলেন তার নিজ দেশের খেলোয়াড় ভিনিসিয়সুই। আর্জেন্টিনার সাংবাদিক শীর্ষে রাখেন অবসরে যাওয়া জার্মান ফুটবলার টনি ক্রুসকে।

Comments

The Daily Star  | English

Manmohan Singh passes away

Former Indian Prime Minister Manmohan Singh, considered the architect of India’s economic reforms, after decades of quasi- socialist system, died tonight at the All India Institute of Medical Sciences (AIIMS) in New Delhi

20m ago