আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মুশফিক

Mushfiqur Rahim
ছবি: একুশ তাপাদার

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে উইকেটকিপিং করার সময় আঙুলে চোট পেয়েছেন মুশফিকুর রহিম। চোটের কারণে ব্যাটিং অর্ডারেও নিচের দিকে নামতে হয় তাকে। এই চোটের কারণে সিরিজের পরের দুই ম্যাচ থেকে তিনি ছিটকে গেছেন বলে জানা গেছে। 

আফগানিস্তানের ইনিংসের একবারে শেষ দিকে আঙুলে ব্যথা পান মুশফিক। প্রাথমিক শুশ্রূষা করে পরে বাকি ম্যাচ খেলেছেন। অভিজ্ঞ এই ব্যাটারকে সাত নম্বরে ব্যাট করতে নামতে দেখা যায়। তখনই উঠে প্রশ্ন। ৩ বলে তিনি ১ রান করে আউট হয়ে যান। 

বাংলাদেশ দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন এই সিরিজে মুশফিকের খেলা সম্ভবত আর হচ্ছে না, 'হ্যাঁ একটা চোট পেয়েছে। যেটা মনে হচ্ছে একটু সিরিয়াস।  কতদিনের জন্য বাইরে থাকবে সেটা পরীক্ষার পর বোঝা যাবে। তবে আপাতত মনে হচ্ছে এই সিরিজে আর খেলতে পারবে না।' তবে পরীক্ষা নিরীক্ষার পর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

বিসিবির প্রধান চিকিৎসক ডা.দেবাশীষ চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেছেন তারা ধারণা করছেন মুশফিকের আঙুলে চিড় ধরা পড়তে পারে, 'আঙুলে চিড় হয়েছে বলে এখনো সাসপেক্ট করা হচ্ছে। পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। বিস্তারিত এখনো আমাদের কাছে আসেনি।'

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পর বাংলাদেশ দল যাবে ওয়েস্ট ইন্ডিজে। সেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুশফিক দলের গুরুত্বপূর্ণ সদস্য। ওয়েস্ট ইন্ডিজে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও আছে। চিড় ধরা পড়লে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলা নিয়েও শঙ্কায় পড়বেন তিনি। আগামী ২২ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হবে প্রথম টেস্ট, ৩০ নভেম্বর হবে দ্বিতীয় টেস্ট। তবে দলটির বিপক্ষে ওয়ানডে সিরিজ ৮ ডিসেম্বর থেকে, চিড় ধরা পড়লেই সেই সিরিজে খেলতে পারেন এই তারকা। 

Comments

The Daily Star  | English

Khaleda will fly to London for treatment tomorrow

BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir yesterday said party Chairperson Khaleda Zia would fly to London tomorrow night for treatment.

1h ago