ট্রাম্পের জয় ৯৫% নিশ্চিত: নিউ ইয়র্ক টাইমস

সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইলেক্টোরাল ভোটে এখন পর্যন্ত স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। সাতটির মধ্যে দুইটি দোদুল্যমান রাজ্যে জয়ী হয়ে ট্রাম্পের শক্তিশালী অবস্থান নিশ্চিত উঠেছে। পাশাপাশি, ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি সিনেট ও প্রতিনিধি সভাতেও এগিয়ে।

সার্বিকভাবে, মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের পূর্বাভাস, আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের জয়লাভ ৯৫ শতাংশ নিশ্চিত।

পাশাপাশি, সংবাদমাধ্যমটির চূড়ান্ত পূর্বাভাস মতে, ভোট গণনা শেষে ট্রাম্প পাবেন ৩০২টি ইলেক্টোরাল ভোট। কমলা পাবেন ২৩২।

এর আগের পূর্বাভাসে সংবাদমাধ্যমটি দাবি করেছিল এই নির্বাচনে ট্রাম্পের জয়ী হওয়ার সম্ভাবনা ৯২ শতাংশ এবং কমলার ভোট ২৩৬ হতে পারে।

ইলেক্টোরাল ভোটে ন্যুনতম ২৭০ ভোট পেলেই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হবেন ডোনাল্ড ট্রাম্প।

সে পথে বেশ খানিকটা এগিয়ে ইতোমধ্যে ২৪৭ ভোট নিশ্চিত করেছেন তিনি। প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস পেয়েছেন ২১৪। এই তথ্য নিশ্চিত করেছে এপি ও নিউইয়র্ক টাইমস।

ফক্স নিউজের দাবি, ট্রাম্প পেয়েছেন ২৬৭ ও কমলা ২২৬টি ভোট।

সাত দোদুল্যমান অঙ্গরাজ্য অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভেনিয়া ও উইসকনসিন মধ্যে নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ার ১৬টি করে মোট ৩২টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইলেক্টোরাল কলেজ ভোট নিশ্চিত করেছেন ট্রাম্প। পাশাপাশি মিশিগান, পেনসিলভেনিয়া ও উইসকনসিনেও শক্তিশালী অবস্থানে আছেন তিনি।

এএফপি জানিয়েছে, ডেমোক্র্যাটিক পার্টির কাছ থেকে মার্কিন পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেটের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে যাচ্ছে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। দুইটি অঙ্গরাজ্যে অপ্রত্যাশিত বিজয় এবং প্রথাগত অঙ্গরাজ্যগুলোতেও ভালো ফল করে এ পথে বেশ এগিয়ে রয়েছে রিপাবলিকানরা।

এখন পর্যন্ত রিপাবলিকানরা সিনেটের ৫১টি আসন নিশ্চিত করেছে। অপরদিকে, ডেমোক্র্যাটরা পেয়েছেন ৪২টি আসন। ৫০ আসন পেলেই সিনেটের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়।

অপরদিকে, প্রতিনিধি সভা বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভসেও তাদের আধিপত্য ধরে রাখতে চলেছে রিপাবলিকানরা। ২১৮টি আসন পেলে নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করবে দলটি। ইতোমধ্যে তারা ১৭৭ আসন নিশ্চিত করেছে। অপরদিকে কমলার দল ১৪০ আসন পেয়েছে।

ইতোমধ্যে সমর্থকরা কমলার নির্বাচনী ওয়াচ পার্টি থেকে সটকে পড়ছেন বলে জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, হাওয়ার্ড ইউনিভার্সিটির কেন্দ্রে অবস্থিত যে মাঠে কমলার সমর্থকরা উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন, সে মাঠ ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করেছে।

সব মিলিয়ে, ভালো অবস্থানে নেই কমলা হ্যারিস ও তার দল ডেমোক্র্যাটিক পার্টি। ক্রমশ ফিকে হয়ে আসছে তার জয়ের সম্ভাবনা।

Comments

The Daily Star  | English

Americans not yet ready for their first woman leader

For the second time in eight years, a woman has won the Democratic nomination for US president, only to come up short in a campaign where gender was a central issue

1h ago