যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরেছেন আরও ৭০ বাংলাদেশি

বিমানবন্দরে বিদেশ থেকে ফিরে আসা যাত্রী। ছবি: বাসস
বিমানবন্দরে বিদেশ থেকে ফিরে আসা যাত্রী। ছবি: বাসস

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ৭০ প্রবাসী বাংলাদেশির একটি দল গতকাল রাতে আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ইকে-৫৮৪) নিরাপদে ঢাকায় পৌঁছেছে।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ পর্যন্ত লেবানন থেকে সাত ফ্লাইটে মোট ৩৩৮ জন বাংলাদেশিকে সম্পূর্ণ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

প্রত্যাবাসন উদ্যোগটি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় পরিচালিত একটি যৌথ প্রচেষ্টা। দেশে পৌঁছানোর পর আইওএমের প্রতিনিধিদের সঙ্গে পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিমানবন্দরে ফিরে আসা বাংলাদেশি নাগরিকদের স্বাগত জানান।

আইওএমের সৌজন্যে প্রত্যেক প্রত্যাবর্তনকারীকে হাত খরচ, মৌলিক খাদ্য সরবরাহ ও চিকিৎসা সহায়তা বাবদ পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে।

চলমান সংঘাতের মধ্যে লেবানন থেকে ফিরতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনের যাবতীয় খরচ বহন করার প্রতিশ্রুতি দিয়েছে সরকার।

ইতোমধ্যে, বৈরুতে বাংলাদেশ দূতাবাস দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসীদের নিরাপদে ফিরে আসার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছে। পাশাপাশি, যারা সেখানে থাকতে চান তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও নিষ্ঠার সঙ্গে কাজ করছে দূতাবাস।

রোববার লেবাননে কর্মস্থলে যাওয়ার সময় ইসরাইলের বিমান হামলায় এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন।

 

Comments

The Daily Star  | English

Babar acquitted in another case over 10-truck arms haul

With today's acquittal, there is no legal obstacle to Babar's release from jail, said his lawyer

9m ago