লেবানন থেকে ফিরতে আগ্রহীদের তালিকা করছে বাংলাদেশ দূতাবাস

গুগল ম্যাপ থেকে নেওয়া

যুদ্ধবিধ্বস্ত লেবাননে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে কাজ শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

দেশে ফিরতে আগ্রহীদের তালিকা তৈরির কাজ ইতোমধ্যে শুরু করেছে বৈরুতে বাংলাদেশ দূতাবাস। প্রাথমিকভাবে প্রায় এক হাজার প্রবাসী দেশে ফিরতে আগ্রহী বলে জানা গিয়েছে।

দূতাবাস আজ বুধবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস বলছে, যেসব প্রবাসী দেশে ফিরতে ইচ্ছুক নন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। 
আর দেশে ফিরতে আগ্রহীদের নিরাপদে ফিরিয়ে আনতে সরকার সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে।

এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, 'লেবানন থেকে যারা ফিরে আসতে চান, তাদের তালিকা করতে বলা হয়েছে। তাদের (প্রবাসীদের) বলা হয়েছে, ওয়ার জোন থেকে তারা যেন একটু উত্তরে সরে যায়। আমরা আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) অনুরোধ করেছি, তারা যেন ফ্লাইটের ব্যবস্থা করে দেয়, যেন তারা চলে আসতে পারেন।'

দেশে ফিরতে আগ্রহীদের প্রাথমিক তথ্য সংগ্রহের জন্য দূতাবাসের ফেসবুকে ফরম দেওয়া হয়েছে। ফরম পূরণ করে আগামী ১১ অক্টোবরের মধ্যে বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্র অথবা বৈরুতের দাওরায় ইসমাঈলের দোকানে জমা দেওয়া যাবে কিংবা [email protected] এ পাঠানো যাবে।

লেবাননে প্রায় এক লাখ বাংলাদেশি আছেন। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার কারণে অন্তত ৩ হাজার প্রবাসী বাংলাদেশি বাস্তুচ্যুত হয়েছেন। তারা এখন লেবাননে বাংলাদেশ দূতাবাস ও দাতব্য সংস্থা পরিচালিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

Comments

The Daily Star  | English

A unique approach to looking at the future

This is the first instalment of a three-part series based on a foresight analysis centred on Bangladesh’s transition.

2h ago