তাবলিগের ‘পারস্পরিক দূরত্ব’ ঘরোয়াভাবে সমাধানের আহ্বান

তাবলিগের বিষয়ে পারস্পরিক দূরত্ব ও মতানৈক্য ঘরোয়াভাবে সমাধানের আহ্বান জানিয়েছে তাবলীগ জামাত বাংলাদেশ।

সংগঠনটির পক্ষে কাকরাইল মার্কাজের ইমাম মুহাম্মাদ আযীমুদ্দীনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, নিজেদের মধ্যে বিভেদ-বিশৃঙ্খলা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার অন্যতম কারণ এবং এর ক্ষতি অপূরণীয়। 'জুলাই বিপ্লবের' পর ইসলামি ঘরানার বিভিন্ন অঙ্গন থেকে ঐক্যের আহ্বান করা হয়েছে এবং এতে দেশ ও জাতি নবজাগরণের প্রেরণা পেয়েছে। 

মুহাম্মাদ আযীমুদ্দীন বলেন, 'আমরা তাবলিগের সাথীরা আশা করছি, কোনো বিভক্তির পরিবেশ সৃষ্টি হয়, এমন কাজ থেকে সচেতন উলামা-মাশায়েখরা বিরত থাকবেন।' 

আগামী ৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে উলামা-মাশায়েখদের সমাবেশের কথা উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পারস্পরিক দূরত্ব ও মতানৈক্য যেন বৃদ্ধি না পায় সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

এ অবস্থায় তাবলীগের বিষয়গুলো ঘরোয়াভাবে সমাধানের আহ্বান জানান কাকরাইল মার্কাজের ইমাম মুহাম্মাদ আযীমুদ্দীন।

Comments

The Daily Star  | English

New uniform, monogram sans boat on the cards for police

According to police sources, a new monogram for the Bangladesh Police has already been determined. It will no longer feature a boat

1h ago