যাত্রীর স্বজনের হামলায় স্টেশনমাস্টার আহত

কিশোরগঞ্জ রেলস্টেশন। ছবি: স্টার

কিশোরগঞ্জের রেলওয়ে স্টেশনমাস্টার এসএম খলিলুর রহমানকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক যাত্রীর স্বজনদের বিরুদ্ধে। 

বর্তমানে তিনি কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ রেলস্টেশনে এ ঘটনা ঘটে। 

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন মিয়া দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

রেল পুলিশ জানায়, ঘটনার পর এগারসিন্দুর গোধূলি ট্রেনটি ১২টা ৫০ মিনিটে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি এক ঘণ্টা দেরিতে স্টেশন ছাড়ে। 

ট্রেনের একজন যাত্রী আব্দুল আহাদ ডেইলি স্টারকে বলেন, 'ঢাকা যাওয়ার উদ্দেশে সোয়া ১২টার দিকে কিশোরগঞ্জ স্টেশনে এসে পৌঁছাই। সময় হয়ে গেলেও ট্রেন না ছাড়ায় জিজ্ঞেস করতে গিয়ে দেখি স্টেশন মাস্টারের কক্ষে তালা। পরে জানতে পারি কেউ স্টেশনমাস্টারকে মারধর করেছে।'

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে স্টেশনমাস্টার খলিলুর রহমান সস্ত্রীক এগারসিন্দুর প্রভাতি ট্রেনে ভৈরব থেকে কিশোরগঞ্জ রওনা হন। ট্রেনে এক নারী যাত্রী তাদের বসতে বাধা দেন। এ নিয়ে ওই নারীর সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। পরে ট্রেনটি কুলিয়ারচর স্টেশনে পৌঁছালে ওই নারী যাত্রী ফোনে তার ভাইকে বিষয়টি জানান। ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশনে পৌঁছালে ওই নারীর ভাই কয়েকজনকে নিয়ে স্টেশনে এসে স্টেশনমাস্টারের ওপর চড়াও হন। তারা তাকে পিটিয়ে আহত করে ঘটনাস্থল থেকে চলে যান।

পরে পুলিশ ও স্থানীয়রা স্টেশন মাস্টারকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ওসি মো. লিটন মিয়া বলেন, 'কিশোরগঞ্জ স্টেশনে এক যাত্রীর স্বজনরা স্টেশনমাস্টার খলিলুর রহমানের ওপর হামলা চালিয়ে আহত করে। তার স্ত্রী লিখিত অভিযোগ দেবেন। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।' 

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

2h ago