ভোলায় আরও ১৯ গ্যাসকূপ খনন করা হচ্ছে: জ্বালানি উপদেষ্টা

জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: স্টার

ভোলায় আরও ১৯টি নতুন কূপ খনন করা হবে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। 

তিনি জানান, আগামী বছরের মধ্যে ৫টি ও ২০২৮ সালের মধ্যে বাকি ১৪টি কূপ খনন করা হবে। 

আজ শুক্রবার ভোলায় গ্যাসকূপ ও প্রস্তাবিত ভোলা নর্থ প্রসেস প্ল্যান্ট এলাকা পরিদর্শন শেষে এ কথা জানান উপদেষ্টা।

ফাওজুল কবির খান, 'আমাদের দেশে গ্যাসের তীব্র সংকট, দরকার প্রায় ৪ হাজার এমএমসিএফ গ্যাস। সেখানে আমাদের স্থানীয় ও আমদানি করা গ্যাস ৩ হাজার এমএমসিএফের মতো। ঘাটতি মেটাতে বছরে প্রায় ৬ হাজার কোটি টাকার এলএনজি আমদানি করা হয়।'

উপদেষ্টা বলেন, 'এখানে আসার উদ্দেশ্য হলো আরও গ্যাস পাওয়া যায় কি না, সেটার সম্ভাবনা এবং কী করলে আরও বেশি গ্যাস পাওয়া যাবে সেটা দেখা। এখানে (ভোলায়) যে গ্যাস আবিষ্কৃত হয়েছে সেই গ্যাসের পূর্ণ ব্যবহার হচ্ছে না। সেটার পূর্ণ ব্যবহার কীভাবে করা যায় সেই বিবেচনা করা।'

নতুন কূপ খননের কথা উল্লেখ করে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, 'আগামী ২০২৫ সালের মধ্যে ৫টি এবং ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে আরও ১৪টা কূপ খনন করা হবে। এসব কাজ নির্দিষ্ট কেউ পাবে, নাকি উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে হবে, যার কাছ থেকে সবচেয়ে ভালো প্রস্তাব পাব তাকেই দিব।'

Comments

The Daily Star  | English

Protests disrupt city life, again

Protests blocking major thoroughfares in Karwan Bazar and Shahbagh left the capital largely paralysed

1h ago