বাংলাদেশের ওয়ানডে দলে নতুন মুখ নাহিদ, নেই সাকিব-লিটন

নাহিদ রানা। ছবি: ফেসবুক

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের আসন্ন ওয়ানডে সিরিজের দলে নতুন মুখ একটি। প্রথমবারের মতো এই সংস্করণে ডাক পেয়েছেন গতিময় পেসার নাহিদ রানা। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত পাঁচটি টেস্ট খেলেছেন ২২ বছর বয়সী তরুণ।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন সংস্করণেরই অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন থাকলেও শারজাহতে অনুষ্ঠেয় তিন ম্যাচের সিরিজের জন্য নাজমুল হোসেন শান্তকেই নেতৃত্বে রাখা হয়েছে।

তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের এই সিরিজে বিষয়টি আগেই কিছুটা স্পষ্ট করেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেটা একদম পরিষ্কার হয়ে গেছে ঘোষিত স্কোয়াডে। তাকে রাখা হয়নি।

উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস ভুগছেন জ্বরে। তাই তিনি খেলতে পারছেন না আসন্ন সিরিজে। একই কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে বাংলাদেশের সবশেষ টেস্টেও মাঠের বাইরে ছিলেন তিনি।

দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও টপ অর্ডার ব্যাটার জাকির হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সবশেষ ওয়ানডে সিরিজের স্কোয়াড থেকে নেই টপ অর্ডার ব্যাটার এনামুল হক বিজয়, বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব।

বাদ দেওয়া হয়েছে এনামুল ও তাইজুলকে। তানজিম ভুগছেন চোটে। চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলার সময় চোট পড়েছেন তিনি।

দুই ভাগে বিভক্ত হয়ে বাংলাদেশ দল দুবাই যাবে আগামীকাল শনিবার ও পরদিন রোববার। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে আগামী ৬, ৯ ও ১১ নভেম্বর। 

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল:

সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

Comments

The Daily Star  | English

Public gatherings banned in key Dhaka areas from May 18: ISPR

Restrictions imposed to maintain order near Chief Adviser’s Office, military zones

6m ago