টানা দ্বিতীয়বার নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেরা গোলরক্ষক রুপনা

রুপনা চাকমা। ছবি: বাফুফে

সাফ নারী চ্যাম্পিয়নশিপে সাফল্যের ধারা বজায় রেখে শিরোপা নিজেদের দখলে রেখেছে বাংলাদেশ। একই ধারায় দারুণ নৈপুণ্য দেখিয়ে আসরের সেরা গোলরক্ষকের পুরস্কারও হাতছাড়া করেননি রুপনা চাকমা। টানা দ্বিতীয়বারের মতো তিনি জিতেছেন মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত সম্মাননা।

বুধবার কাঠমুন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফের সপ্তম আসরের ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিযোগিতার সেরা গোলরক্ষক হিসেবে মঞ্চে ডেকে নেওয়া হয় রুপনাকে।

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় রুপনা এবার খেলেন চার ম্যাচ। প্রতিটিতে একটি করে গোল হজম করলেও গোলপোস্টের নিচে বরাবরই বাংলাদেশের আস্থার প্রতীক তিনি। আসরজুড়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সেভ করেন ২০ বছর বয়সী গোলরক্ষক।

গত সাফে রুপনা খেলেছিলেন পাঁচ ম্যাচ। স্রেফ একবার বল তার দৃঢ় প্রহরা অতিক্রম করে জালে প্রবেশ করতে পেরেছিল। সেটাও ছিল ফাইনালে। আগের চারটি ম্যাচেই তিনি অক্ষত রেখেছিলেন গোলপোস্ট।

এবারের শিরোপা নির্ধারণী লড়াইয়ে লাল-সবুজ জার্সিধারীরা ৫২তম মিনিটে এগিয়ে যায় মনিকা চাকমার কল্যাণে। চার মিনিটের ব্যবধানে নেপাল সমতায় ফেরে আমিশা কারকির গোলে। এরপর ৮১তম মিনিটে দূরপাল্লার অসাধারণ লক্ষ্যভেদে বাংলাদেশের জয় নিশ্চিত করেন ঋতুপর্ণা চাকমা।

সাফে বাংলাদেশের মেয়েদের এটি টানা দ্বিতীয় শিরোপা। গত আসরের ফাইনালও হয়েছিল এই দুই দলের মধ্যে। ভেন্যুও ছিল একই। সেবার নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

Comments

The Daily Star  | English
The Indian media and Bangladesh-India relations

The Indian media and Bangladesh-India relations

The bilateral relationship must be based on a "win-win" policy, rooted in mutual respect, non-hegemony, and the pursuit of shared prosperity and deeper understanding.

5h ago