সবুজবাগে যুবককে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি

ঢাকার সবুজবাগ এলাকায় রমজান (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আলী দ্য ডেইলি স্টারকে জানান, আজ বুধবার বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে বাইকদিয়া এলাকায় স্থানীয়রা রমজানকে আটক করে এবং পরে পিটিয়ে হত্যা করে।

ওসি বলেন, 'রমজানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি এলাকায় প্রবেশ করলে স্থানীয়রা তাকে ধরে ফেলেন।'

পুলিশ সূত্র জানায়, কয়েক মাস আগে রমজানকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। গত ৫ আগস্ট সরকার পতনের পর জামিনে বেরিয়ে আসেন তিনি। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র, মাদক, ডাকাতিসহ প্রায় ডজনখানেক মামলা আছে। তিনি খিলগাঁও, বাসাবো, সবুজবাগ, মুগদা ও মাদারটেক এলাকায় সক্রিয় ছিলেন।

ওসি জানান, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

Comments

The Daily Star  | English
Debunking myths about air pollution in Bangladesh

Debunking myths about air pollution in Bangladesh

Discover the myths surrounding air pollution in Bangladesh and its real health impacts.

4h ago