জুলাই গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার

মিরপুরের সাবেক ডিসি জসিম। ফাইল ছবি: সংগৃহীত
মিরপুরের সাবেক ডিসি জসিম। ফাইল ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের করা হত্যা মামলার আসামি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রংপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার জসিমকে আদালতে হাজির করা হবে বলে রংপুর পুলিশের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট আবদুল্লাল আল নোমান নিশ্চিত করেন যে জুলাই গণহত্যার সন্দেহভাজন আসামি জসিম উদ্দীনকে মঙ্গলবার রাতে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই প্রথম জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে গ্রেপ্তার কাউকে ট্রাইব্যুনালে নেওয়া হচ্ছে।

গত ১৩ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মো. জসীম উদ্দীনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।

Comments

The Daily Star  | English

Constitution should be updated

Dr Kamal Hossain, emeritus president of Gono Forum, yesterday recommended updating the constitution.

24m ago