অধিনায়কত্বের জন্য ‘পুরোটাই তৈরি’ তাইজুল

Taijul Islam
ছবি: ফিরোজ আহমেদ।

সাধারণত টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে আসেন দলের অধিনায়ক কিংবা প্রধান কোচ। টিম ম্যানেজমেন্টের সদস্য না এমন কেউ এসব দিনে সংবাদ সম্মেলনে আসার নজির বোধহয় কেবল বাংলাদেশ দলে। চট্টগ্রাম টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে যেমন এলেন তাইজুল ইসলাম। যিনি অধিনায়ক তো ননই, সহ-অধিনায়কও নন। তবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব ছাড়ার গুঞ্জনে তাকে একাধিক প্রশ্নের জবাব দিতে হলো। এক প্রশ্নের জবাবে জানালেন তিনি নিজেও অধিনায়কত্বের জন্য পুরোপুরি তৈরি!

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজেরই পর বাংলাদেশ দলের অধিনায়ক থাকতে চান না শান্ত, বিসিবির ঊর্ধ্বতন পর্যায়ে তিনি তার এমন চিন্তার কথা জানিয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। যদিও বিসিবি বলছে, এখনো আনুষ্ঠানিকভাবে কোন চিঠি পায়নি তারা।

শেষ পর্যন্ত শান্ত আর অধিনায়ক থাকতে না চাইলে নতুন দলনেতা খুঁজতে হবে বাংলাদেশকে। সোমবার চট্টগ্রামে সংবাদ সম্মেলনে টেস্টে সেই কাজটা করতে প্রস্তুত বলে জানালেন তাইজুল, 'যেহেতু ১০ বছর ধরে খেলছি, পুরোটাই তৈরি।'

মিরপুর টেস্টের আগে সাকিব আল হাসানের ফেরা, না ফেরার আলোচনা কেড়ে নিয়েছিলো মূল ফোকাস। চট্টগ্রাম টেস্টের আগেও দলের কৌশলের চেয়ে আলাপ বেশি হচ্ছে শান্তকে। সত্যিই কি শান্ত অধিনায়কত্ব ছাড়তে চান? সেই উত্তর জানতে তাকে সরাসরি প্রশ্নের সুযোগ হচ্ছে না। কারণ অধিনায়ক এসব প্রশ্ন এড়াতেই উপস্থিত হননি সংবাদ সম্মেলনে।

তাইজুল জানালেন তাদের এমন কিছু জানা নেই,  'আসলে এ বিষয়ে আমি কিছু শুনি নাই। এটা আমার পার্টও নাই। এই বিষয়ে আমি সঠিকটা জানি না।' 

তাইজুল না করলেও বারবার তার কাছে গেলে একই প্রসঙ্গ। তাইজুলও বুঝিয়ে বললেন তার দৌড় কতটুকু, 'এটা আসলে অনেক গভীর একটা প্রশ্ন। এটার উত্তর আসলে আমার কাছে নেই, এটাই সত্যি। কারণ আমি যখন একটা ম্যানেজম্যান্ট মিটিং হয় বা বোর্ডের যখন মিটিং হয়, আমি বা খেলোয়াড়রা কিন্তু জড়িত থাকে না। ক্যাপ্টেন কে হচ্ছে, কোচ কে হচ্ছে, এটা আমাদের পার্ট না।

টিম ম্যানেজমেন্টের অংশ না এমন কাউকে কেন ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে পাঠাতে হয় এই প্রশ্ন কাকে করা যাবে বোঝা দুষ্কর। 

Comments

The Daily Star  | English
students to block Shahbagh tonight in protest

Chhatra Dal blocks Shahbagh protesting mobs, academic disruption

JCD leaders and activists began gathering at Nayapaltan area earlier in the afternoon

8m ago