সাবেক ডিএমপি কমিশনার গোলাম ফারুককে বিমানবন্দরে আটকে দিলো ইমিগ্রেশন পুলিশ

খন্দকার গোলাম ফারুক। ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার খন্দকার গোলাম ফারুককে থাইল্যান্ডগামী ফ্লাইটে উঠতে বাধা দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।

আজ রোববার ভোররাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক্সিট ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছানোর পর একজন ইমিগ্রেশন কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে বিমানে উঠতে বাধা দেন।

স্পেশাল ব্রাঞ্চের একজন কর্মকর্তা (ইমিগ্রেশন) দ্য ডেইলি স্টারকে বলেন, 'তাকে (গোলাম ফারুক) যেতে দেওয়া হয়নি। তিনি ইমিগ্রেশনে পৌঁছানোর পর আমরা দেখতে পাই যে তার কাছে প্রয়োজনীয় ছাড়পত্র নেই।'

সূত্র জানায়, রাত পৌনে ৩টায় থাই এয়ারওয়েজের টিজি-৩৪০ ফ্লাইটে ব্যাংকক যাওয়ার কথা ছিল গোলাম ফারুকের।

গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ডিএমপির সাবেক এই কমিশনারের বিরুদ্ধে অন্তত একটি মামলা হয়েছে। তিনি ডিএমপির ৩৫তম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

Comments

The Daily Star  | English

Govt forms 11-member media reform commission

Senior journalist Kamal Ahmed to lead the commission

32m ago