রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলা ভঙ্গে ২৫২ ক্যাডেট এসআইকে অব্যাহতি: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজশাহীর সারদা পুলিশ একাডেমি থেকে প্রশিক্ষণরত ২৫২ জন শিক্ষানবিশ উপ-পরিদর্শককে রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলা ভঙ্গের কারণে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের উপদেষ্টা ৪০তম ক্যাডেট ব্যাচ থেকে ২৫২ জন প্রশিক্ষণার্থীকে অব্যাহতির বিষয়ে প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি বলেন, রাজশাহীর সারদা পুলিশ একাডেমি এই সিদ্ধান্ত নিয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত নয়।
তিনি বলেন, এই অব্যাহতি কঠোরভাবে শৃঙ্খলা ভঙ্গের সঙ্গে সম্পর্কিত।
'সারদা একাডেমি এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে পারবে যেহেতু তারা সিদ্ধান্ত নিয়েছে। এখানে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই,' বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
প্রশিক্ষণ শেষ হওয়ার মাত্র এক মাস আগে একাডেমির অধ্যক্ষ গতকাল সোমবার সকালে এই প্রশিক্ষণার্থীদের স্থায়ী ঠিকানায় এ বিষয়ক চিঠি পাঠিয়েছেন বলে একাডেমি ও পুলিশ সদর দপ্তরের সিনিয়র কর্মকর্তা নিশ্চিত করেন।
Comments