ঢাবি ভর্তি পরীক্ষা শুরু ৪ জানুয়ারি, আবেদন ৪ নভেম্বর থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো। প্রতীকী ছবি: স্টার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো। প্রতীকী ছবি: স্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৪ জানুয়ারি শুরু হবে।

আজ সোমবার উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে বিশ্ববিদ্যলয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির একাধিক সদস্য দ্য ডেইলি স্টারকে সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

সিদ্ধান্ত অনুযায়ী, ৪ জানুয়ারি চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারি। 

বিজ্ঞান বিভাগের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা ১ ফেব্রুয়ারি, বিজনেস স্টাডিজ 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

তবে, আইবিএর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩ জানুয়ারি।

ভর্তি প্রার্থীরা আগামী ৪ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

Comments

The Daily Star  | English

New uniform, monogram sans boat on the cards for police

According to police sources, a new monogram for the Bangladesh Police has already been determined. It will no longer feature a boat

Now