লুটপাটে এলোমেলো ব্যাংকিং সেক্টর, গ্রাহকেরা কি টাকা ফেরত পাবে?

রুগ্ন ব্যাংক ও এনবিএফআইগুলো কি পারবে ঘুরে দাঁড়াতে?

মানুষ তার সঞ্চিত টাকা রাখার জন্য এতদিন পর্যন্ত সবচেয়ে নিরাপদ মনে করতো ব্যাংক ও এনবিএফআই। কিন্তু আওয়ামী লীগ আমলে কয়েকটি ব্যাংকে বিপুল পরিমাণে লুটপাট হওয়ায় গত কয়েকদিন ধরে এই ব্যাংকগুলো গ্রাহকদেরকে টাকা দিতে পারছে না।

এনবিএফআইগুলো আগে থেকেই দিতে পারছে না টাকা। এই অবস্থায় বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর দিকে সহায়তার হাত বাড়িয়েছে। এখন গ্রাহকরা এসব ব্যাংক থেকে কি টাকা তুলতে পারবেন? এনবিএফআইগুলোর দিকে কারও নজর নেই, তাহলে এনবিএফআইয়ের গ্রাহকদের কী হবে? এই রুগ্ন ব্যাংক ও এনবিএফআইগুলো কি পারবে ঘুরে দাঁড়াতে?

Comments

The Daily Star  | English

Matia Chowdhury no more

Awami League presidium member and former minister Matia Chowdhury breathed her last around 12:30pm

27m ago