গণমাধ্যমে জীবিতদের ছবি নিষিদ্ধ করে তালেবানের আইন

নৈতিকতা মন্ত্রণালয় হিসেবে পরিচিত পাপ দমন ও পুণ্যের প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা সড়কে টহল দিচ্ছেন। ছবি: এএফপি
নৈতিকতা মন্ত্রণালয় হিসেবে পরিচিত পাপ দমন ও পুণ্যের প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা সড়কে টহল দিচ্ছেন। ছবি: এএফপি

আফগানিস্তানের নৈতিকতা মন্ত্রণালয় নতুন এক আইন বাস্তবায়নের অঙ্গীকার করেছে। এই আইন চালু হলে গণমাধ্যমে কোনো 'জীবিত মানুষ ও প্রাণীর' ছবি প্রকাশ নিষিদ্ধ হবে।

আজ সোমবার এই তথ্য জানিয়েছে এএফপি।

আইনটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছে আফগান মন্ত্রণালয়।

নৈতিকতা মন্ত্রণালয় হিসেবে পরিচিত পাপ দমন ও পুণ্যের প্রচার মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফুল ইসলাম খাইবার এএফপিকে বলেন, 'এই আইন আফগানিস্তান জুড়ে কার্যকর হবে—এবং তা ধাপে থাপে বাস্তবায়ন করা হবে।'

তালেবান সরকারের বিচার বিভাগ সম্প্রতি কঠোর শরিয়া আইনকে আনুষ্ঠানিকতা দেওয়ার জন্য প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে ঘোষণা দিয়েছে। ২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকেই এই আইন বাস্তবায়নে কাজ করছে তালেবান।

নতুন আইনে গণমাধ্যমের জন্য বেশ কিছু নীতিমালা বেঁধে দেওয়া হয়েছে, যার মধ্যে জীবিত মানুষ ও প্রাণীর ছবি প্রকাশ নিষিদ্ধের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি ইসলাম ধর্মকে নিয়ে কোনো রসিকতা, অবমাননা ও বিরোধিতাকেও নিষিদ্ধ করা হয়েছে।

নতুন আইনটি এখনও কঠোরভাবে বাস্তবায়ন করা হয়নি। তালেবান কর্মকর্তারা নিয়মিত সামাজিক মাধ্যমে জীবিত মানুষের ছবি পোস্ট করে থাকেন।

তালেবান সরকারের সর্বশেষ শাসনামলেও (১৯৯৬ থেকে ২০০১) একই আইন চালু করা হয়েছিল।

 

Comments

The Daily Star  | English

July 6, 2024: 'Bangla Blockade' announced

Beyond Dhaka, protesters hold the streets with equal resolve

22h ago