শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজীপুর জেলা ছাত্রদল সভাপতিকে অব্যাহতি
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশিরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
ইমরান হোসেনের বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের সাফাইশ্রী গ্রামে।
বিএনপি গাজীপুর জেলা সভাপতি ফজলুল হক মিলন দ্য ডেইলি স্টারকে জানান, আমি এখনো চিঠি হাতে পাইনি। তার বিরুদ্ধে কী অভিযোগ ছিল জানতে চাইলে তিনি বলেন, এটি আমি জানি না। আমাকে এসব বিষয়ে কিছুই জানায়নি।
রোববার রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে অব্যাহতির কথা জানানো হয়। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি শিশিরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।
সম্প্রতি শিশিরের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এই অভিযোগ তোলা হয়।
আজ কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা দ্য ডেইলি স্টারকে জানান, শিশিরের অব্যাহতির বিষয়টি ফেসবুক থেকে জানতে পারছি।
এ ব্যাপারে মন্তব্যের জন্য শিশিরের মোবাইল ফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।
Comments