আজ বিপিএলের প্লেয়ার্স ড্রাফট, আগ্রহের শীর্ষে লিটন-শান্ত 

Najmul Hossain Shanto & Litton Das

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর এগারোতম আসরের প্লেয়ার্স ড্রাফট হতে যাচ্ছে আজ। রাজধানীর একটি অভিজাত পাঁচতারকা হোটেলে এই ড্রাফট থেকে খেলোয়াড় বেছে নেবে সাতটি ফ্র্যাঞ্চাইজি। ড্রাফট থেকে দল পাওয়ার জন্য আগ্রহের শীর্ষে আছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ব্যাটার লিটন দাসসহ কয়েকজন। 

সকাল ১১টা থেকে বেসরকারি চ্যানেল টি-স্পোর্টস ও বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই ড্রাফট সরাসরি সম্প্রচার করা হবে।

ড্রাফটের জন্য মোট ১৯৮ জন স্থানীয় ক্রিকেটারের তালিকা প্রকাশ করা হয়েছে। যাদেরকে রাখা হয়েছে ছয়টি ক্যাটাগরিতে। এই ১৯৮ জনের মধ্যে ১৮ জনকে বিভিন্ন দল ইতোমধ্যে সরাসরি চুক্তি কিংবা ধরে রাখার নিয়মে দলভুক্ত করেছে।

গত আসরের তুলনায় এবার খেলোয়াড়দের পারিশ্রমিক কমেছে উল্লেখ্যযোগ্যভাবে। গতবার যেখানে 'এ' ক্যাটাগরির ক্রিকেটার পেতেন ৮০ লাখ টাকা। এবার তাদের জন্য থাকছে ৬০ লাখ টাকা। এভাবে সব ক্যাটাগরিতেই কম টাকা পাচ্ছেন ক্রিকেটাররা।

ড্রাফটে সবচেয়ে আকর্ষণীয় নাম নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেনরা। 'এ' ক্যাটাগরির এই কয়েকজন ক্রিকেটারকে নিয়ে শুরুতেই আগ্রহ থাকতে পারে দলগুলোর। 'এ' ক্যাটাগরির বাকি ৭ জন ইতোমধ্যে বিভিন্ন দলে অন্তর্ভুক্ত হয়ে গেছেন।  

ড্রাফটে ৪৩৯ জন বিদেশি ক্রিকেটারের নামও উঠানো হচ্ছে। এবার বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকও আগেরবারের চেয়ে কম ধরা হচ্ছে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে কমপক্ষে ১০ জন স্থানীয় ও দুজন বিদেশি নিতে হবে। সর্বোচ্চ স্থানীয় খেলোয়াড় নেওয়া যাবে ১৪ জন।  তবে বিদেশি খেলোয়াড় নেওয়ার সর্বোচ্চ সীমা বেধে দেওয়া হয়নি এবারও।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে এবারের বিপিএল।

Comments

The Daily Star  | English

India’s white-ball tour of Bangladesh deferred to September 2026

The Bangladesh Cricket Board (BCB) on Saturday confirmed that India’s white-ball tour of Bangladesh, originally scheduled for next month, has been postponed to September 2026.

2h ago