'মেসিনহো' নামের ব্যাখ্যা দিলেন ব্রাজিলিয়ান তরুণ এস্তাভাও

খেলার ধরণ অনেকটাই মেসির মতো। আবার বাঁ পায়ের খেলোয়াড় এস্তাভাও উইলিয়ান। যে কারণে তার খেলায় মুগ্ধ হয়ে আদর করে অনেকেই ডাকেন 'মেসিনহো' বলে। যদিও নামটা পছন্দ নয় তার। সম্প্রতি আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির আদলে দেওয়া এই নামের কারণ ব্যাখ্যা করেছেন এই তরুণ।

বর্তমান প্রজন্মের অন্যতম প্রতিভা হিসেবে অনেকের কাছে সমাদৃত এস্তাভাও। চলতি মৌসুম শেষে পালমেইরাস ছেড়ে চেলসিতে যোগ দিবেন ১৭ বছর বয়সী এই তরুণ। এই গ্রীষ্মে ৫৬ মিলিয়ন ইউরোর চুক্তি সম্মত হয়েছেন তিনি। 'মেসিনহো' নামটা পছন্দ না হলেও এই পালমেইরাস উইঙ্গার মেসির "প্রতিভা" এবং রোনালদোর কাজের নীতিতে বিস্মিত।

সম্প্রতি দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, 'আমি নেইমারকে অনেক পছন্দ করি, ক্রিস্তিয়ানো রোনালদোকেও। কিন্তু আমার রেফারেন্স মেসির সঙ্গে। ফুটবলের জন্য সে যা কিছু করেছে তার জন্য। সে যেভাবে খেলে এবং মাঠের বাইরেও সে যা করে যাকে সবসময় দেখতে হয় লোকজন। এবং তার মতো আমি বাঁ-পাওয়ালাও।'

তবে মেসির প্রতিভার সঙ্গে রোনালদোর মতো ডেডিকেশন ও প্রচেষ্টার সংম্রিশনে নিজেকে গড়তে চান এস্তাভাও, 'কিছু মানুষ প্রতিভা নিয়ে জন্মায়, অন্যদের কঠোর পরিশ্রম করতে হয়। ভালো উদাহরণ, মেসি এবং রোনালদো। মেসির প্রতিভা আছে, রোনালদোর প্রচেষ্টা। আমি দুজনকেই দেখি। প্রতিভা এবং প্রচেষ্টা।'

'ফুটবলে আপনাকে নিজেকে উৎসর্গ করতে হবে, আপনাকে একটি সময়সূচী রাখতে হবে, অনুশীলন, ভ্রমণ করতে হবে, নিজের যত্ন নিতে হবে। আপনাকে অনেক কিছু ছেড়ে দিতে হবে। নিবেদন ছাড়া আপনি এগিয়ে যেতে পারবেন না,' যোগ করেন এই তরুণ।

চলতি মৌসুমে পালমেইরাসের হয়ে এরমধ্যেই ১১টি গোল করেছেন এস্তাভাও। একই সঙ্গে করেছেন আটটি অ্যাসিস্টও। তার জাদুকরী ছন্দে এরমধ্যেই ডাক পেয়েছেন জাতীয় দলে। আগামী দিনে ব্রাজিলের ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবেই বিবেচনা করা হয় তাকে। এখন দেখার বিষয় মেসির মতো কিংবদন্তি খেলোয়াড়ের তকমা নিয়ে কতোটুকু এগিয়ে যেতে পারেন তিনি।

Comments

The Daily Star  | English

Corruption still a significant obstacle to doing business in Bangladesh: CPD 

Around 17% of businesses identified corruption as biggest challenge, according to a CPD survey 

37m ago