ফ্রান্সের হয়ে কেবল গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে চান এমবাপে

ছবি: এএফপি

এমনিতেই ইউরোপের শীর্ষে লিগগুলোতে ম্যাচের সংখ্যা বেশি। তারপর এবার চ্যাম্পিয়ন্স লিগের নতুন সংস্করণ ম্যাচের সংখ্যা বেড়েছে আরও। সেখানে নেশন্স লিগের মতো গুরুত্বহীন ম্যাচগুলোতে খেলতে আগ্রহী নন অনেক ইউরোপীয় তারকারা। সে তালিকায় এবার যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপেও।

চলতি আন্তর্জাতিক বিরতিতে ফ্রান্সের ক্যাম্পে যোগ দেননি এমবাপে। মাঝে চোট পেলেও সে চোট কাটিয়ে ফিরেছেন বিরতির ঠিক আগেই। তবুও নিজেকে ফিট রাখতে বিশ্রামে রয়েছেন ফরাসি অধিনায়ক। এরমধ্যেই এবার জানা গেলো চোট ঝুঁকি কমাতে ফ্রান্সের হয়ে বেছে বেছে খেলতে চান ২৫ বছর বয়সী এই তারকা।

সম্প্রতি ফ্রান্সের ফুটবলভিত্তিক ওয়েবসাইট ফুট মার্কেতো জানিয়েছে, ফ্রান্সের হয়ে কেবল গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে চান বলে কোচ দিদিয়ের দেশমকে নিজের ইচ্ছের কথাও জানিয়েছেন এমবাপে। ব্যলন ডি'অর জিতে নিতে রিয়ালের হয়ে দারুণ কিছু করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাই ২০২৫ সালে কেবল গুরুত্বপূর্ণ ম্যাচগুলো খেলার কথা জানিয়েছেন কোচকে।

মূলত চোটের হানা থেকে নিজেকে বাঁচাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন এমবাপে। ঠাঁসা সূচির কারণে চলতি মৌসুমে এরমধ্যেই অনেক তারকা খেলোয়াড় ছিটকে গিয়েছেন লম্বা সময়ের জন্য। সতীর্থ দানি কারবাহালকে চলতি মৌসুমেই আর পাবে না তারা। ম্যানচেস্টার সিটির স্প্যানিশ তারকা রদ্রির উদাহরণও তরতাজা।

তার উপর চলতি মৌসুমে এরমধ্যেই চোটের সঙ্গে লড়াই করেছেন এক দফা। সে চোট কাটিয়ে ফিরেছিলেন চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ ম্যাচে। যদিও চোট থেকে ফিরে জ্বলে উঠতে পারেননি। ম্যাচটিও হেরে যায় রিয়াল। তাই নিজের ছন্দ ধরে রাখতে ফিট থাকার বিকল্প দেখছেন না ফরাসি অধিনায়ক।

চলতি মৌসুমে রিয়ালের জার্সিতে সবমিলিয়ে ১১ ম্যাচে সাত গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করেছেন এমবাপে। আন্তর্জাতিক বিরতিতে এবার এমবাপেকে ছাড়া এরমধ্যেই ইসরায়েলের সঙ্গে একটি ম্যাচ খেলেছে ফ্রান্স। সেই ম্যাচ তারা জিতেছে ৪-১ জিতেছে তারা। আগামী সোমবার বেলজিয়ামের বিপক্ষে নামবে দলটি।

Comments

The Daily Star  | English

Has IMF experiment delivered?

Two years after Bangladesh turned to the International Monetary Fund (IMF) for a $4.7 billion bailout to address its worsening macroeconomic pressures, the nation stands at a crossroads.

8h ago