তাঁতীবাজারে মণ্ডপে হামলা ও সাতক্ষীরায় মন্দিরে চুরির ঘটনায় ভারতের উদ্বেগ

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতি। ছবি: সংগৃহীত

বাংলাদেশে পূজামণ্ডপে হামলা, হিন্দু মন্দিরকে 'অপবিত্রকরণ' ও ক্ষয়ক্ষতির বিষয়ে আজ শনিবার একটি বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়, ঢাকার তাঁতীবাজারে একটি পূজামণ্ডপে হামলা এবং সাতক্ষীরায় যশোরেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

বিবৃতিতে জানানো হয়, এগুলো দুঃখজনক ঘটনা। তারা মন্দিরকে অপবিত্রকরণ ও ক্ষয়ক্ষতির একটি নিয়মতান্ত্রিক প্যাটার্ন অনুসরণ করছে, যা আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি।

এতে উল্লেখ করা হয়, আমরা বাংলাদেশ সরকারের প্রতি হিন্দুসহ সকল সংখ্যালঘুর এবং তাদের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানাই, বিশেষ করে এই উৎসবের সময়।

Comments