ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল নিকারাগুয়া
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে নিকারাগুয়া।
ইসরায়েলি সরকারকে 'ফ্যাসিবাদী' এবং 'গণহত্যাকারী' আখ্যা দিয়ে শুক্রবার দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় মধ্য আমেরিকার দেশটি।
নিকারাগুয়া সরকার এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনে হামলার কারণে তারা আর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখছে না।
সম্পর্ক ছিন্ন করার ঘোষণার আগে দেশটির কংগ্রেস ইসরায়েলের বিরুদ্ধে একটি প্রস্তাব পাস করে। প্রস্তাবে নিকারাগুয়া সরকারকে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়।
দেশটির সরকার বলেছে, যুদ্ধ এখন লেবাননে সম্প্রসারিত হয়েছে এবং সিরিয়া, ইয়েমেন ও ইরানকে হুমকিতে রাখা হয়েছে।
Comments