নোবেল শান্তি পুরস্কারজয়ী সংগঠন নিহন হিদানকায়োকে ড. ইউনূসের শুভেচ্ছা

ড. ইউনূস ও জাপানি সংগঠন নিহন হিদানকায়োর কো-চেয়ার তোশিউকি মিমাকি। ছবি: সংগৃহীত

নোবেল শান্তি পুরস্কার ২০২৪ বিজয়ী জাপানি সংগঠন নিহন হিদানকায়োকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার উদ্যোগ ও প্রচারণার স্বীকৃতি হিসেবে নিহন হিদানকায়োকে আজ শুক্রবার নোবেল পুরষ্কার বিজয়ী হিসেবে ঘোষণা দেয় নোবেল কমিটি।

পরে বিকেলে দেওয়া বিবৃতিতে অধ্যাপক ড. ইউনূস বলেন, 'নিহন হিদানকায়োকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করার জন্য শুভেচ্ছা। পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং শান্তির প্রতি আপনাদের অটুট প্রতিশ্রুতি আমাদের সবার জন্য অনুপ্রেরণা।'

তিনি আরও বলেন, 'হিরোশিমা ও নাগাসাকির ভয়াবহতা যেন মানুষ ভুলে না যায় তা নিশ্চিত করার ক্ষেত্রে আপনাদের কার্যক্রম ও অক্লান্ত শ্রম কখনো ভুলে যাওয়া যাবে না, যা একটি নিরাপদ পৃথিবীর জন্য আমাদের ভেতরে অনুরণিত হয়।'

'আপনাদের সাহস ও নিষ্ঠার জন্য আপনাদের ধন্যবাদ এবং আবারও উষ্ণ অভিনন্দন,' যোগ করা হয় বিবৃতিতে।

ড. ইউনূস ২০০৬ সালে তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের সঙ্গে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।

Comments

The Daily Star  | English

Postgrad doctors block Shahbagh demanding stipend hike

The blockade resulted in halt of traffic movement, causing huge suffering to commuters

2h ago