আরিয়ানের প্রথম সিনেমার নায়ক সিয়াম

সিয়াম আহমেদ। ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

ছোটপর্দার দর্শকপ্রিয় পরিচালক মিজানুর রহমান আরিয়ানের প্রথম সিনেমার নায়ক হিসেবে থাকছেন সিয়াম।

একাধিক সূত্র জানিয়েছে, রোমান্টিক গল্প নিয়েই সিনেমায় অভিষেক হচ্ছে এই নির্মাতার।

মিজানুর রহমান আরিয়ান পরিচালিত প্রথম সিনেমায় নায়ক হিসেবে থাকছেন সিয়াম আহমেদ। রায়হান রাফীর রোমান্টিক সিনেমা 'পোড়ামন ২' এর মাধ্যমে সিনেমায় অভিষেক সিয়ামের। তারপর নানা চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। আবার রোমান্টিক নায়ক হয়েই ফিরছেন তিনি।

বাংলাদেশ ছাড়াও দেশের বাইরে বিভিন্ন লোকেশনে শুটিং হবে সিনেমাটির। ২০২৫ সালের ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যে উৎসবে আরও কয়েকটি বড় সিনেমার মুক্তির ঘোষণা রয়েছে।

মিজানুর রহমান আরিয়ান পরিচালিত আলোচিত নাটকের মধ্যে রয়েছে মিস্টার অ্যান্ড মিসেস, অ্যাংগ্রি বার্ড, কথোপকথন, ব্যাচ ২৭, বুকের বাঁ পাশে, বড় ছেলে। ওটিটিতে নেটওয়ার্কের বাইরে, উনিশ বিশ ও পুনর্মিলনে ওয়েব ফিল্মগুলো নির্মাণ করে প্রশংসিত হয়েছেন আরিয়ান।

Comments

The Daily Star  | English
Tariffs

Economic lessons from the tariff war

Our understanding of tariffs might not be complete.

9h ago