মারা গেছেন ‘ডোরেমনের’ বাচিকশিল্পী নোবুয়া ওইয়ামা

জাপানি অ্যানিমে চরিত্র ডোরেমন টিভির স্ক্রিণ পেরিয়ে বিশ্বের নানা দেশে গৃহস্থালী নামে পরিণত হয়েছে। ছবি: এএফপি
জাপানি অ্যানিমে চরিত্র ডোরেমন টিভির স্ক্রিণ পেরিয়ে বিশ্বের নানা দেশে গৃহস্থালী নামে পরিণত হয়েছে। ছবি: এএফপি

জাপান ও বিশ্বের অনেক দেশের অত্যন্ত জনপ্রিয় কার্টুন চরিত্র রোবট বিড়াল ডোরেমনের বাচিকশিল্পী নোবুয়ো ওইয়ামা (৯০) মারা গেছেন।

আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে এএফপি।

২০০৫ সাল পর্যন্ত প্রায় ২৫ বছর ওইয়ামা নীল রঙের বিড়াল ডোরেমনের কণ্ঠ দিয়েছেন।

‘ডোরেমনের’ বাচিকশিল্পী নোবুয়া ওইয়ামা। ফাইল ছবি: এএফপি
‘ডোরেমনের’ বাচিকশিল্পী নোবুয়া ওইয়ামা। ফাইল ছবি: এএফপি

২২ শতকের কাল্পনিক ভবিষ্যত থেকে আসা এই বিড়ালের একটি 'জাদুর পকেট' আছে, যেখান থেকে সে সব ধরনের অত্যাধুনিক গ্যাজেট বের করে আনতে পারে। তার সুপরিচিত গ্যাজেটের মধ্যে একটি ছিল পৃথিবীর যেকোনো জায়গায় ভ্রমণ করার জন্য একটি বিশেষ দরজা।

ওইয়ামার ট্যালেন্ট এজেন্সি এএফপিকে জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর বার্ধক্যজনিতক কারণে তিনি প্রাণ হারান। তার শেষকৃত্যে ঘনিষ্ঠ আত্মীয়রা যোগ দেয়।

দীর্ঘদিন ধরে জনপ্রিয় অ্যানিমে সিরিজ হিসেবে এখনো জাপানসহ বিশ্বের অনেক দেশের টিভিতে ও স্ট্রিমিং সেবায় ডোরেমনকে খুঁজে পাওয়া যায়।

ওইয়ামা অবসর নেওয়ার পর অন্যান্য শিল্পীরা তার জায়গা নিলেও 'ডোরেমনের কন্ঠ' হিসেবে তিনিই পরিচিত, এবং অন্যান্য শিল্পীরাও তার মতো করেই কণ্ঠ দিয়েছেন।

ডোরেমন ও নবিতা। ছবি: সংগৃহীত
ডোরেমন ও নবিতা। ছবি: সংগৃহীত

ডোরেমন কার্টুনে একটি আদুরে রোবট বিড়াল অতীতে এসে একটি অলস স্কুলবালককে সাহায্য করে। নোবিতা নামের এই মিথ্যাবাদী ছেলেটিকে দৈনন্দিন জীবনের নানা বিপদ থেকে রক্ষা করে তার বিশ্বস্ত বিড়াল ডোরেমন, এবং এই কাজগুলো সে হাসিমুখেই করে থাকে।

১৯৬৯ সালে প্রথমবারের মতো ম্যাঙ্গা স্ক্রিপ্ট হিসেবে ডোরেমনের জন্ম হয়। পরবর্তী কয়েক দশকে এটি ছোট ও বড় পর্দার চরিত্রে রূপান্তরিত হয়।

 

Comments

The Daily Star  | English
Family reunited after 18 years in Bangladesh

Family reunited after 18 years

Stranded in Malaysia, man finally comes back home

1h ago