ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৫৮৩

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৯৯ জন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৮৩ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৯৯ জন। তাদের মধ্যে ১০০ জন পুরুষ ও ৯৯ জন নারী। মোট আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৪০৫ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী।  এই সময়ে ৫৬০ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

Comments