ভেনেজুয়েলায় কেমন হবে চোটে জর্জরিত আর্জেন্টিনার একাদশ?

কোপা আমেরিকার ফাইনালে পাওয়া চোট কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি। তবুও স্বস্তিতে নেই দলটি। একের পর এক চোটে রীতিমতো বিপর্যস্ত দলটি। তার উপর দলে রয়েছে একাধিক খেলোয়াড়ের নিষেধাজ্ঞার খড়গও। তাই ভেনেজুয়েলা ম্যাচের একাদশ তৈরি নিয়ে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছেন কোচ লিওনেল স্কালোনি।

এবারের আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচে নামার আগে মায়ামিতে ক্যাম্প করেছিল আর্জেন্টিনা। সেখানেও অস্বস্তি ভর করেছিল তাদের। হারিকেন মিল্টনের কারণে ইন্টার মায়ামির সকল সুবিধা গ্রহণ করতে পারেনি তারা। এমনকি যথা সময়ে ভেনেজুয়েলায় পৌঁছানো নিয়েও ছিল শঙ্কা। তবে স্বস্তির খবর কলম্বিয়া হয়ে শেষ পর্যন্ত দেশটিতে পৌঁছাতে পেরেছে আলবিসেলেস্তেরা।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সংবাদ অনুযায়ী, অ্যাতলেতিকো মাদ্রিদে ছন্দের খোঁজে থাকলেও লাউতারো মার্তিনেজের চেয়ে এগিয়ে আছেন হুলিয়ান আলভারেজ। মেসির সঙ্গে দেখা যাবে তাকেই। তবে দুটি স্থান নিয়ে দ্বিধায় আছেন স্কালোনি। নিকোলাস ওতামেন্দির সঙ্গে লিসান্দ্রো মার্তিনেজের জায়গায় জার্মান পেজেলাকেও খেলতে পারেন। আর মিডফিল্ডে  লিয়েন্দ্রো পেরেদেস ও থিয়াগো আলমাদার মধ্যে একজনকে বেছে নিবেন তিনি।

মায়ামি ছাড়ার আগের গত বুধবার শেষবারের মতো অনুশীলন সেশন করেছে স্কালোনির দল। তবে সেদিনও শুনতে হয়েছে দুঃসংবাদ। বাঁ হাঁটুতে চোট পেয়ে ছিটকে গেছেন তরুণ মিডফিল্ডার ভেলেন্তিন কার্বোনি। এর আগে চোটে পড়ে ছিটকে গেছেন পাওলো দিবালা, নিকোলাস গঞ্জালেস, আলেহান্দ্রো গঞ্জালেস, মার্কাস আকুনার মতো খেলোয়াড়রা।

এছাড়া চোট নিয়ে দল যোগ দিয়েছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তারও। ভেনেজুয়েলার বিপক্ষে বেঞ্চেই থাকতে হবে তাকে। এই ম্যাচে ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোকেও পাচ্ছে না আলবিসেলেস্তেরা। একাধিক হলুদ কার্ডের কারণে এক ম্যাচ নিষিদ্ধ তিনি। আর অসৌজন্যমূলক আচরণের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। 

ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

জেরোনিমো রুলি; নাহুয়েল মলিনা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ/জার্মান পেজেলা, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, লিয়েন্দ্রো পেরেদেস/থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো; লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেজ।

Comments

The Daily Star  | English

Has IMF experiment delivered?

Two years after Bangladesh turned to the International Monetary Fund (IMF) for a $4.7 billion bailout to address its worsening macroeconomic pressures, the nation stands at a crossroads.

8h ago