কুষ্টিয়ায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার হোসেনাবাদ এলাকায় তিনজন ও ফরাকপুর বটতলা এলাকায় একজনের মৃত্যু হয়।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদুল হাসান তুহিন দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'বিকেল ৪টার দিকে বজ্রপাতে মারা যাওয়া চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল।'

এদিন বজ্রপাতে হোসেনাবাদ গৌড় পাড়ার বাসিন্দা নিজাম (৪৮), তরিকুল ইসলাম (২৫) ও আওলাদ হোসেনের (৬০) মৃত্যু হয়। প্রায় একই সময়ে ফারাকপুর বটতলার বাসিন্দা জহুরা খাতুন (৪০) বজ্রপাতে মারা যান।

মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার কবীর মিন্টু ডেইলি স্টারকে বলেন, 'গৌড় পাড়ায় কিছু শ্রমিক তামাকের চারা রোপণ করছিলেন। সে সময় বজ্রপাতে তিনজন মারা গেছেন। আহত হয়েছে অন্তত ১০ জন। এছাড়া ফারাকপুরে আরেক নারী বজ্রপাতে মারা গেছেন।'

Comments

The Daily Star  | English

‘Salma was killed by tenant, not her son’

Salma was killed by her “drug peddler” tenant, not by her 19-year-old son, said police yesterday contradicting Rab’s claim.

5h ago