জনপ্রশাসন সচিবের দায়িত্ব আরও বাড়াল সরকার

মোখলেস উর রহমান। ছবি: সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে জীবন বিমার পরিচালনা বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।

আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, বিমা করপোরেশন আইন অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে জীবন বিমা করপোরেশনের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।

তিনি চেয়ারম্যান পদে যোগদানের দিন থেকে পরবর্তী ৩ বছর ওই পদে থাকবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। 

বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবদের চলতি দায়িত্বের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠান বা সংস্থার অতিরিক্ত দায়িত্ব পালন করার নজির নতুন নয় বলে প্রশাসনের উচ্চ পর্যায়ের সূত্র দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন। 

Comments