টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন রুট

আমির জামালের অফস্টাম্পের বাইরের বলে দারুণ এক অন-ড্রাইভ খেললেন জো রুট। পেয়ে গেলেন বাউন্ডারি। তাতেই নতুন ইতিহাস গড়ে ফেলেন জো রুট। লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের সর্বোচ্চ সংগ্রাহক এখন এই ব্যাটার। ছাড়িয়ে গেলেন সাবেক অধিনায়ক আলিস্টার কুককে।

বুধবার মুলতান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিং করছে ইংল্যান্ড। নিজেদের ইনিংসের ৪২তম ওভারের শেষ বলে কুককে ছাড়িয়ে ইংলিশদের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ডটি গড়েন রুট।

আগের দিনই অনন্য এক মাইলফলক গড়েছিলেন এই ব্যাটার। প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচ হাজার রান করেন তিনি। এই রেকর্ডে তার ধারেকাছে নেই কেউ। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার ব্যাটার মার্নাস লাবুশেনের সংগ্রহ তিন হাজার ৯০৪ রান। তিন হাজার ৪৮৪ রান নিয়ে তিনে আছেন আরেক অস্ট্রেলিয়ান স্টিভ স্মিথ।

১২ বছরেরও বেশি সময়ের টেস্ট ক্যারিয়ারে ১৬১টি ম্যাচ খেলে ১২ হাজার ৪৭২ রান করেছিলেন কুক। মুলতান টেস্টে নামার আগে রুটের রান ছিল ১২ হাজার ৪০২ রান। প্রথম ইনিংসে ৭১ রান করেই কুককে টপকে যান রুট।

তবে টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক হতে এখনও অনেক পথ পারি দিতে হবে রুটকে। ১৫ হাজার ৯২১ রান নিয়ে সবার উপরে আছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। রুটের উপরের আছেন আরও তিনজন। অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (১৩ হাজার ৩৭৮ রান), দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (১৩ হাজার ২৮৯ রান) এবং ভারতের রাহুল দ্রাবিড় (১৩ হাজার ২৮৮ রান)।

Comments

The Daily Star  | English

Has IMF experiment delivered?

Two years after Bangladesh turned to the International Monetary Fund (IMF) for a $4.7 billion bailout to address its worsening macroeconomic pressures, the nation stands at a crossroads.

7h ago