চাইলেও এখনই মায়ামি ছাড়তে পারছেন না মেসিরা
ভেনেজুয়েলা যাওয়ার আগে মায়ামিতে অনুশীলন ক্যাম্প করেছিল আর্জেন্টিনা। কিন্তু দুর্ভাগ্য তাদের, এরমধ্যেই হারিকেন মিল্টন বাগড়া দিয়েছে। ফলে পূর্ণ অনুশীলন চালিয়ে নেওয়া কষ্ট হচ্ছে কোচ লিওনেল স্কালোনির। তাই আগেভাগেই মায়ামি ছাড়তে চেয়েছিলেন। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য তাও সম্ভবপর হয়ে উঠছে না।
সোমবার ইন্টার মায়ামি ক্লাবের সকল সুবিধা গ্রহণ করে অনুশীলন করেছিল দলটি। সেদিন উপস্থিত ছিলেন লিওনেল মেসি সহ ছয় আর্জেন্টাইন খেলোয়াড়। তবে দ্বিতীয় দিনে তা সম্ভব হয়নি। এরমধ্যে দলের বাকি খেলোয়াড়রা যোগ দিতে শুরু করেছেন। কিন্তু তাদের মনোযোগ এখন হারিকেনের দিকে, যা বর্তমানে মেক্সিকো উপসাগর অতিক্রম করছে।
তবে ভেনেজুয়েলায় ভ্রমণ এগিয়ে আনতে চাইছেন স্কালোনি। এরমধ্যেই আলোচনা করেছেন। কিন্তু অনুমতি পাননি। তবে আজ বুধবার পরিস্থিতি পক্ষে থাকলে জেনেজুয়েলার উদ্দেশ্যে উড়াল দেবেন বলে জানান এই কোচ, 'আমি আজ (মঙ্গলবার) ভ্রমণ করতে বলেছিলাম কিন্তু তা সম্ভব হয়নি। তারা আমাদের ট্রিপ প্রত্যাখ্যান করেছে। আবহাওয়া অনুমতি দিলে আমরা আগামীকাল (বুধবার) ভ্রমণ করতে যাচ্ছি। আমরা আশা করি আগামীকাল সকালে অনুশীলন করব এবং তারপর আমরা চলে যাব। আমরা বিকেলে চলে যেতে চাচ্ছি, আমাদের আছে এর চেয়ে বেশি তথ্য নেই।'
কূটনৈতিক দ্বন্দ্বের কারণে গত মার্চ থেকে ভেনেজুয়েলার সঙ্গে আকাশ সীমানা ব্যবহার বন্ধ রয়েছে আর্জেন্টিনার। তাই দেশটিতে সরাসরি যাওয়ার সুযোগ নেই মেসিদের। ট্রানজিট নেওয়ার পাশাপাশি মায়ামিতে ক্যাম্পও করেছিল তারা। কিন্তু বর্তমানে অনুমতি মিলছে না মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও। তৃতীয় দেশে ট্রানজিট নিতেই হবে।
এ প্রসঙ্গে স্কালোনি বলেন, 'এটা পরিষ্কার করা যাবে না, পরের দিন পৌঁছানো কঠিন হবে কারণ আপনি সরাসরি মাতুরিনে যেতে পারবেন না। আমাদের একটি স্টপওভার করতে হবে কারণ তারা আমেরিকান মাটি থেকেও সরাসরি ভেনিজুয়েলায় অবতরণের অনুমতি দেয় না। এগুলো এমন জিনিস যা আমাদের উপর নির্ভর করে না। আমাদের দুর্ভাগ্য সঙ্গী হয়েছে।'
এদিকে, মায়ামিতে বৃহস্পতিবার পর্যন্ত ১০ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টিপাতের ভবিষ্যদ্বাণী রয়েছে, যা পুরো এক মাসের বৃষ্টির সমান। হারিকেন মিল্টনের হুমকিতে এরমধ্যেই প্রকাশ্যে সতর্কতা জারি করেছেন ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস। ৩৫টি কাউন্টিতে সতর্কতা ঘোষণা করেছেন। মিল্টন 'শক্তিশালী হবে এবং বড় হারিকেন হয়ে উঠবে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)।
এদিকে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ডলবি আমারিয়া দাবি করেছে, হারিকেন মিল্টনের কারণে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি একদিন পিছিয়ে নেওয়ার আলোচনা চলছে। সেক্ষেত্রে বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার হতে পারে ম্যাচটি।
ভেনেজুয়েলায় আগামী ১০ অক্টোবর বাছাইপর্বের নবম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা রয়েছে আর্জেন্টিনার। এরপর ১৫ অক্টোবর এস্তাদিও মনুমেন্তাল দি রিভারে বলিভিয়াকে আতিথেয়তা দেবে দলটি।
Comments