ফুটবলের নতুন মৌসুম পিছিয়ে গেলে নভেম্বরে

নতুন মৌসুমের খেলা শুরু হয়ে যাওয়ার কথা ছিল গত ৪ অক্টোবরই। কিন্তু নানা জটিলতায় তা পিছিয়ে নেওয়া হয় ১১ অক্টোবরে। কিন্তু সেদিনও শুরু হচ্ছে এবার ফুটবল মৌসুম। সব ভেন্যু প্রস্তুত না হওয়ায় ক্লাবগুলোর দাবি মেনে আগামী নভেম্বরের শেষ দিকে নতুন মৌসুম শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

মঙ্গলবারের প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির সভা শেষে চেয়ারম্যান ইমরুল হাসান বলেছেন, 'বাফুফের প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতোমধ্যে যে সমস্ত ভেন্যুগুলোকে আমরা আসন্ন মৌসুমের জন্য মনোনীত করেছিলাম, সেগুলোর বেশ কয়েকটি এখনও প্রস্তুত হয়নি।'

মূলত মাঠগুলো প্রস্তুত নয় বলেই এই সিদ্ধান্ত বলে জানান তিনি, 'যেহেতু মাঠগুলো এখনও খেলার উপযোগী অবস্থায় আসেনি, তাই ক্লাবগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে এবং সামগ্রিক অবস্থা বিবেচনা করে এই মৌসুমে যেটা ১১ অক্টোবর শুরুর কথা ছিল, সেটা নভেম্বরের শেষ দিকে শুরুর সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, ক্লাবগুলো ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে মিলে ভেন্যুগুলো প্রস্তুত করে ফেলতে পারব।'

এবার তিনটি প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হবে মৌসুম। এরপর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপ আয়োজন করবে সংস্থাটি।

Comments