ডিএইচএল-ডেইলি স্টারের বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড আজ সন্ধ্যায়

বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড

প্রতি বছর মতো এবারও দেশের সেরা ব্যবসায়ীদের স্বীকৃতি দিতে যাচ্ছে ডিএইচএল ও দ্য ডেইলি স্টার।

আজ মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডস (বিবিএ)-এর মাধ্যমে ব্যবসার অসামান্য অর্জনগুলো উদযাপন করা হবে।

বিশ্বব্যাপী লজিস্টিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিএইচএল ও দেশের সর্বাধিক প্রচারিত ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ২০০০ সাল থেকে ব্যবসায়ীদের তাদের উদ্যোগ, সৃজনশীলতা ও কঠোর পরিশ্রমের জন্য সম্মানিত করে আসছে।

রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ২২তম বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৩-এ প্রধান অতিথি হিসেবে থাকবেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

এ বছর বিজনেস পারসন অব দ্য ইয়ার, বেস্ট ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন অব দ্য ইয়ার, বেস্ট এন্টারপ্রাইজ অব দ্য ইয়ার, বেস্ট ওমেন ইন বিজনেস ও আজীবন সম্মাননা—এই পাঁচ বিভাগে পুরস্কার দেওয়া হবে।

অনুষ্ঠানে মূল বক্তব্য রাখবেন ইয়ংওয়ান কর্পোরেশনের চেয়ারপারসন কিহাক সাং।

'বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডস' দেশের ব্যবসায় উৎকর্ষ ও প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টিতে উৎসাহের অংশ হিসেবে দেওয়া হয়।

Comments