৪ বছর, ১৪ টেস্ট ও ২৭ ইনিংস পর সেঞ্চুরি পেলেন মাসুদ

শান মাসুদ। ছবি: এএফপি

ব্যাট হাতে পারফরম্যান্সের পাশাপাশি নেতৃত্ব নিয়ে চাপে আছেন শান মাসুদ। তার অধিনায়কত্বে গত পাঁচ টেস্ট খেলে সবকটিতে হেরেছে পাকিস্তান দল। সবশেষ সিরিজে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে তারা। সেই চাপ কিছুটা হলেও আলগা করতে পারলেন মাসুদ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে হাঁকালেন আক্রমণাত্মক সেঞ্চুরি।

সোমবার মুলতানে দিনের দ্বিতীয় সেশনে তিন অঙ্কে পৌঁছান বাঁহাতি ব্যাটার মাসুদ। ৩৬ টেস্টের ক্যারিয়ারে এটি তার পঞ্চম সেঞ্চুরি। খরা কাটিয়ে এই সংস্করণে তিনি শতক পেলেন চার বছরের বেশি সময় পর। মাঝে খেলেছেন ১৪ টেস্ট ও ২৭ ইনিংস। এর মধ্যে ফিফটি করতে পারেন মাত্র চারবার। মাসুদের শেষ টেস্ট সেঞ্চুরিও ছিল ইংলিশদের বিপক্ষে। ২০২০ সালের অগাস্টে ম্যানচেস্টারে প্রথম ইনিংসে করেছিলেন ১৫৬ রান।

ওপেনার সাইম আইয়ুব উইকেটের পেছনে গাস অ্যাটকিনসনের বলে ক্যাচ দেওয়ার পর ক্রিজে যান মাসুদ। তখন টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের ইনিংসের চতুর্থ ওভার চলছিল। শুরু থেকেই ইতিবাচক ছিলেন তিনি। সুযোগ পেলে বাউন্ডারি আনতে ভুল করেননি। ফিফটি স্পর্শ করেন মাত্র ৪৩ বলে। একই ধাঁচে এগিয়ে মধ্যাহ্ন বিরতির পর সেঞ্চুরিতে পৌঁছান মাসুদ। সেজন্য তার লাগে ১০২ বল।

গত এক দশকে পাকিস্তানের পক্ষে টেস্টে কোনো খেলোয়াড় কিংবা অধিনায়কের এটি দ্রুততম সেঞ্চুরি। ২০১৪ সালের অক্টোবরে আবুধাবিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দলটির ইতিহাসের দ্রুততম টেস্ট শতকের স্বাদ নিয়েছিলেন তৎকালীন অধিনায়ক মিসবাহ উল হক। তিনি দ্বিতীয় ইনিংসে স্রেফ ৫৬ বলে তিন অঙ্কে পৌঁছেছিলেন। প্রথম ইনিংসেও সেঞ্চুরি পেয়েছিলেন মিসবাহ।

দলীয় ৮ রানে সাইমের বিদায়ের ধাক্কা সামলে বিশাল দ্বিতীয় উইকেট জুটিতে ২৫৩ রান আনে পাকিস্তান। মাসুদের পর আরেক ওপেনার আবদুল্লাহ শফিকও সেঞ্চুরি স্পর্শ করেন। শফিক ইংল্যান্ডের পেসার অ্যাটকিনসনের দ্বিতীয় শিকার হন ১৮৪ বলে ১০২ রান করে। সঙ্গী হারিয়ে মাসুদও ক্রিজে টেকেননি বেশিক্ষণ। ১৬৬ বলে দেড়শ ছোঁয়ার পর থামতে হয় তাকে। বাঁহাতি স্পিনার জ্যাক লিচকে ফিরতি ক্যাচ দেন তিনি। ১৩ চার ও ২ ছক্কায় ১৭৭ বলে ১৫১ রান আসে তার ব্যাট থেকে।

প্রথম দুই সেশনে কেবল একটি উইকেট হারানো পাকিস্তানের তিনটি উইকেট শেষ সেশনে তুলে নেয় ইংলিশরা। ব্যর্থতার বৃত্তে বন্দি বাবর আজম শেষবেলায় বিদায় নেন ক্রিস ওকসের বলে এলবিডব্লিউ হয়ে। ৭১ বলে তার সংগ্রহ ৩০ রান। দিনের খেলা শেষের আগে শক্ত অবস্থানে থাকা পাকিস্তান তুলেছে ৪ উইকেটে ৩২৮ রান। ক্রিজে আছেন সৌদ শাকিল ৭২ বলে ৩৫ রানে। তার সঙ্গী নাইটওয়াচম্যান নাসিম শাহ।

Comments

The Daily Star  | English

Dhaka sends diplomatic note to Delhi to send back Hasina: foreign adviser

The Ministry of Foreign Affairs has sent a diplomatic note to the Indian government to send back ousted former prime minister Sheikh Hasina to Dhaka.

5h ago