ডিবি অফিসে আর কোনো আয়নার ঘর, ভাতের হোটেল থাকবে না: অতিরিক্ত কমিশনার

রেজাউল করিম মল্লিক | ছবি: সংগৃহীত

ডিবি কার্যালয়ে আর কোনো আয়নার ঘর বা ভাতের হোটেল থাকবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

আজ শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

ডিবির অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর রেজাউল করিম মল্লিক প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বললেন।

রেজাউল করিম মল্লিক বলেন, 'আমি স্পষ্ট করে বলে দিতে চাই, ডিবি অফিসে আর আয়নার ঘর হবে না। ডিবির কলঙ্কিত অধ্যায়ের অবসান ঘটবে। সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হবে।'

তিনি আরও বলেন, 'ডিবিতে নায়ক-নায়িকা বা সেলিব্রিটিদের আড্ডাখানা হবে না, থাকবে না কোনো ভাতের হোটেল।'

ডিবি জবাবদিহিতার ঊর্ধ্বে নয় উল্লেখ করে অতিরিক্ত কমিশনার বলেন, 'আমিও জবাবদিহিতার ঊর্ধ্বে নই। যতদিন ডিবি প্রধান হিসেবে দায়িত্ব পালন করব, ততদিন ন্যায়বিচার, সততা ও পেশাদারিত্ব বজায় রাখব।'

ডিবির ভেতরে কোনো ধরনের অন্যায়, ক্ষমতার অপব্যবহার বা দুর্নীতি সহ্য করা হবে না বলেও আশ্বাস দেন তিনি।

রেজাউল জানান, দুর্গা পূজা উদযাপনের সময় বিভিন্ন মন্দির ও মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে ডিবি কর্মকর্তারা কাজ করছেন।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

50m ago