প্রীতি উরাংয়ের মৃত্যু: মামলা ডিবিতে হস্তান্তর
দ্য ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের মোহাম্মদপুরের ফ্ল্যাট থেকে পড়ে প্রীতি উরাংয়ের মৃত্যুর মামলাটি গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
ডিবির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ আশরাফুল ইসলাম গতকাল বৃহস্পতিবার রাতে দ্য ডেইলি স্টারকে বলেন, 'মামলাটি তদন্তের জন্য আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে।'
গত ৬ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে সৈয়দ আশফাকুল হকের নবমতলার ফ্ল্যাট থেকে পড়ে মারা যান গৃহকর্মী প্রীতি উরাং (১৫)।
এর কিছুক্ষণ পর পুলিশ সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে আটক করে।
এ ঘটনায় প্রীতির বাবা দণ্ডবিধির ৩০৪ (ক) ধারার মামলা করেন।
সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী বর্তমানে এই মামলায় চারদিনের রিমান্ডে রয়েছেন। আগামীকাল শনিবার এই রিমান্ড শেষ হবে।
Comments