জিজ্ঞাসাবাদ শেষে জবি শিক্ষার্থীকে পরিবারের কাছে হস্তান্তর

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের দিকে পানির বোতল ছুঁড়ে মারার ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের পর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, 'জবি শিক্ষার্থী ইশতিয়াক হুসাইনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।'
চার দফা দাবিতে গত ১৪ মে থেকে আন্দোলন করে আসছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। আন্দোলনের প্রথম দিনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে যান। সেখানে আলোচনা চলাকালে উত্তেজনা বাড়তে থাকে এবং একপর্যায়ে এক শিক্ষার্থী তার দিকে পানির বোতল ছুড়ে মারেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই শিক্ষার্থীকে শনাক্ত করেন।
Comments