হিজবুল্লাহর 'অস্ত্র পাচার ঠেকাতে' লেবানন-সিরিয়া সীমান্তে ইসরায়েলের বিমান হামলা

লেবানন-সিরিয়ার মাসনাআ সীমান্তে গাড়ি চলছে। ফাইল ছবি: রয়টার্স (২০১৮)
লেবানন-সিরিয়ার মাসনাআ সীমান্তে গাড়ি চলছে। ফাইল ছবি: রয়টার্স (২০১৮)

লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, সিরিয়ার সঙ্গে সীমান্তে বড় আকারে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। যার ফলে দুই দেশের মধ্যে সংযোগ স্থাপনকারী আন্তর্জাতিক সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। 

আজ শুক্রবারের এই হামলার বিষয়টি এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভূমধ্যসাগরের তীরে অবস্থিত দেশ লেবাননের সঙ্গে ইসরায়েল ও সিরিয়া, উভয়রই সীমান্ত রয়েছে। লেবাননে ইসরায়েলি হামলা তীব্র হওয়ার পর থেকে অসংখ্য নাগরিক এই সড়ক দিয়ে পালিয়ে সিরিয়ায় আশ্রয় নিয়েছেন।

ইসরায়েলের দাবি, সিরিয়া থেকে অস্ত্র পাচারের কাজে এই সড়ক ব্যবহার করে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। সংগঠনটিকে সিরিয়ার মিত্র বলেও অভিহিত করেছে দেশটি।

লেবাননের পরিবহন মন্ত্রী আলি হামিয়েহ এএফপিকে বলেন, 'এই সড়কটি হাজারো লেবানিজ নাগরিকের কাছে গুরুত্বপূর্ণ, কারণ এটা দিয়ে তারা সিরিয়ার নিরাপদ আশ্রয়ে চলে যেতে পারেন। কিন্তু ইসরায়েলি হামলার কারণে এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।'

লেবাননের সরকারি সংবাদ সংস্থাও জানিয়েছে, 'শত্রুপক্ষের যুদ্ধবিমান মাসনাআ এলাকায় হামলা চালিয়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করেছে।'

সিরিয়া-লেবানন সীমান্ত মাসনাআ নামে পরিচিত।

 

Comments

The Daily Star  | English

10 die of dengue

886 hospitalised in the last 24 hours

54m ago