দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর প্রতিরোধে পিছু হটল ইসরায়েলি সেনা
ডিভাইসে বিস্ফোরণ ও বিমান হামলা চালানোর পর লেবাননে সীমিত আকারে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের একটি শহরে ঢোকার সময় হিজবুল্লাহর প্রবল প্রতিরোধে পিছু হটতে বাধ্য হয়েছে ইসরায়েল।
আজ বুধবার এই তথ্য জানিয়েছে আল জাজিরা।
হিজবুল্লাহ জানিয়েছে, আজ সূর্যোদয়ের সময় ইসরায়েলি পদাতিক বাহিনী দক্ষিণ লেবাননের ওদাইশেহ শহরে অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ সময় হিজবুল্লাহর যোদ্ধাদের তীব্র হামলার মুখে ব্যাপক ক্ষতির শিকার হয়ে পিছু হটতে বাধ্য হয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
হেলিকপ্টারে করে আহতদের সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে এই তথ্য নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি আল জাজিরা।
স্থল হামলা ঘোষণার পর তিনটি এলাকায় দীর্ঘ সময় ধরে কামানের গোলাবর্ষণ করে ইসরায়েল। এর মধ্যে একটি এলাকায় ওদাইশেহ। পরিকল্পনা অনুযায়ী, এরকম আরও বেশ কয়েকটি এলাকাকে লেবাননের ইসরায়েলি স্থল বাহিনী 'প্রবেশের' পথ হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
এটাই লেবাননের স্থল অভিযান শুরুর পর দুই পক্ষে মুখোমুখি সংঘাতের প্রথম, বিস্তারিত তথ্য পাওয়ার ঘটনা।
এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি আইডিএফ।
বিশ্লেষকরা বলছেন, এখনো এই স্থল অভিযানে ইসরায়েল কোন ধরনের কৌশল অবলম্বন করছে, তা নিশ্চিত নয়।
তবে এর আগে দেখা গেছে দক্ষিণ লেবাননে ইসরায়েলি স্পেশাল ফোর্স এসে হিজবুল্লাহর কিছু অবকাঠামো ধ্বংস করে আবারও ফিরে যায়। এবারও আইডিএফ একই 'ফর্মুলা' ব্যবহার করবে কি না, সেটাই এখন দেখার বিষয়।
Comments