লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরোধিতা করে চীন: পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

চীন-লেবানন কূটনীতিক সম্পর্ক। প্রতিকী ছবি: সংগৃহীত
চীন-লেবানন কূটনীতিক সম্পর্ক। প্রতিকী ছবি: সংগৃহীত

ইসরায়েলি বিমান হামলায় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহ নিহত হয়েছেন। এই ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে 'গভীর উদ্বেগ' প্রকাশ করেছে চীন। সঙ্গে দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘনের উদ্যোগেও আপত্তি জানিয়েছে বেইজিং। 

আজ রোববার এই তথ্য জানিয়েছে এএফপি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, 'চীন এই ঘটনা ও পারিপার্শ্বিকতার ওপর নজর রাখছে এবং এ অঞ্চলে অস্থিরতা বেড়ে যাওয়ার সম্ভাবনায় উদ্বিগ্ন।'

'চীন সব পক্ষ, বিশেষত ইসরায়েলকে পরিস্থিতিকে "ঠাণ্ডা" করার জরুরি উদ্যোগ নেওয়ার অনুরোধ জানাচ্ছে', বিবৃতিতে আরও জানানো হয়।

এ ধরনের উদ্যোগ না নেওয়া হলে চলমান সংঘাত মধ্যপ্রাচ্যের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বেইজিং।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে আরও জানায়, লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘনের যেকোনো উদ্যোগের বিরোধিতা করে তারা।

নাসরাল্লাহর মৃত্যুকে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর জন্য বড় আঘাত হিসেবে আখ্যায়িত করছেন বিশ্লেষকরা।

আজও লেবাননে দিনভর অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা।

Comments

The Daily Star  | English
Motorcycle sales in the last 6 years

Motorcycle sales hit five-year low

Interestingly, the premium motorcycle segment bucked the trend, showing significant growth in 2024.

12h ago