নাসরাল্লাহর মৃত্যুর পর আজ ভাষণ দেবেন হিজবুল্লাহর উপ-প্রধান

হিজবুল্লাহর উপ প্রধান শেখ নাঈম কাশেম। ছবি: রয়টার্স
হিজবুল্লাহর উপ প্রধান শেখ নাঈম কাশেম। ছবি: রয়টার্স

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর উপ-প্রধান শেখ নাঈম কাশেম আজ বাংলাদেশ সময় বিকাল ৩টায় টেলিভিশনে ভাষণ দেবেন।

আজ সোমবার এই তথ্য জানিয়েছে এএফপি।

ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার পর এটাই সংগঠনটির কোনো নেতার প্রথম আনুষ্ঠানিক ভাষণ।

কিছু গণমাধ্যমের সংবাদ মতে, নাসরাল্লাহর উত্তরসূরি হওয়ার অন্যতম দাবিদার নাঈম কাশেম।

হিজবুল্লাহর নিজস্ব টিভি চ্যানেল আল-মানার এই ঘোষণা দেয়।

আল-মানারের ঘোষণায় বলা হয়েছে , 'হিজবুল্লাহর উপ মহাসচিব ও মহামান্য শেখ নাঈম কাশেমের ভাষণ দেখুন আজ বৈরুতের স্থানীয় সময় দুপুর ১২ টায়।'

এখনো আনুষ্ঠানিকভাবে নাসরাল্লাহর জানাজার সময়সূচী ঘোষণা করা হয়নি।

 

Comments

The Daily Star  | English
Yunus to visit Aynaghar secret prisons

No further attacks on anyone, CA urges

He calls for peace and order directing people there be no further attacks on anyone on any pretext

1h ago