শেখ হাসিনার প্রেতাত্মারা শিল্পাঞ্চলে ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল

সমাবেশে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেতাত্মারা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে এবং সবচেয়ে বড় ষড়যন্ত্র করছে শিল্প এলাকাতে।

আজ শনিবার বিকেলে গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক দলের উদ্যোগে কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, 'আমরা ১৪-১৫ বছর সংগ্রামের পরে এই ফ্যাসিবাদী হাসিনা থেকে মুক্তি পেয়েছি। দীর্ঘ ১৪-১৫ বছর ধরে এই বাংলাদেশের মানুষের ওপর অত্যাচার-নির্যাতন করে আমাদের অসংখ্য মানুষকে হত্যা করেছে। শ্রমিকদেরকে হত্যা করেছে, ছাত্র হত্যা করেছে, নারীদেরকে হত্যা করেছে। কাউকে হত্যা করতে দ্বিধা বোধ করেনি।'

তিনি বলেন, 'নিজে ক্ষমতায় থাকার জন্য ও প্রধানমন্ত্রী পদে থাকার জন্য বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আমাদের রাষ্ট্রের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে পুলিশ বাহিনী, তাদেরকে ব্যবহার করেছে। তাদের (পুলিশ) ব্যবহার করে, তাদের দিয়ে গুলি করে হত্যা করে, মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে নির্যাতন করে।'

'অকথ্য অত্যাচার করে বাংলাদেশের মানুষকে একটি ভীতির রাজত্বে নিয়ে গেছে। তাই সে (হাসিনা) ছাত্র-শ্রমিক-জনতার আন্দোলনের মধ্য দিয়ে পালিয়ে গেছে। এ দেশের মানুষ হাঁফ ছেড়ে বেঁচেছে,' যোগ করেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান হাসিনা।

মির্জা ফখরুল বলেন, 'ভারতকে আমরা বলেছি, যে গণহত্যা করেছে তাকে জায়গা দেবেন না। তারা এখনও কথা শোনেনি। তাই অন্তর্বর্তী সরকারকে বলছি, ভারতকে চিঠি দিতে। যাতে তারা শেখ হাসিনাকে ফেরত পাঠায়।'

তিনি বলেন, 'শেখ হাসিনা পালিয়েছে। কিন্তু তার প্রেতাত্মা-ভূতগুলো এ দেশের মধ্যে আছে। তারা ভুলতে পারে না যে চুরি-চামারি, দুর্নীতি ও লুট করে দেশের মাঝে সাম্রাজ্য গড়ে তুলেছিল। দেশের বাইরে অর্থপাচার করে অসংখ্য সম্পদ তৈরি করেছে। দেশের ভেতরে তারা বিরাট বিরাট বাড়ি-ঘর তৈরি করে, খামার তৈরি করে, ব্যবসা-বাণিজ্য তৈরি করে পয়সা লুটে নিয়েছে। ওই সময় যা করেছে তারা এটা ভুলতে পারে না।'

তিনি আরও বলেন, 'তারা ভাবে, আবার যদি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারতাম, তবে আবার লুট করতে পারতাম। সেজন্য তারা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। সবচেয়ে বড় ষড়যন্ত্র করছে এই শিল্প এলাকাতে।'

'বাংলাদেশের অর্থনীতি মাধ্যম সচল রাখার অন্যতম গুরুত্বপূর্ণ শাখা পোশাক শিল্প' উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, 'তারা এই পোশাক শিল্পকে ধ্বংস করতে চায়। পাশাপাশি বিদেশি আরও একটি শক্তি বাংলাদেশি পোশাক শিল্প খাতকে ধ্বংস করতে চায়। তারা ভাবে, বাংলাদেশি পোশাক শিল্প ধ্বংস করলে তাদের দেশের গার্মেন্টস চাহিদা বাড়বে।'

Comments

The Daily Star  | English

Those involved in Ijtema ground deaths won't be spared: home adviser

The home adviser met with both factions of Tabligh Jamaat today at the Secretariat

1h ago