কক্সবাজারে ডিসির গাড়ির ধাক্কায় শিশু নিহত, মা আহত

ডিসি মোহাম্মদ সালাউদ্দিন প্রশাসনিক কাজে উখিয়া যাচ্ছিলেন।
ডিসি মোহাম্মদ সালাউদ্দিন প্রশাসনিক কাজে উখিয়া যাওয়ার সময় রামুতে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ভিডিও থেকে নেওয়া

কক্সবাজারের রামুতে জেলা প্রশাসকের (ডিসি) গাড়ির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। এ দুর্ঘটনায় শিশুটির মা আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মিঠাছড়ি কাইন্নার ঘোনা এলাকায় এ  ঘটনা ঘটে। 

নিহত দুই বছর বয়সী তানজিম ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ শাহিনের ছেলে। শিশুটির মা রুবিনা আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন ডিসি মোহাম্মদ সালাউদ্দিন। প্রশাসনিক কাজে তিনি উখিয়া যাচ্ছিলেন।

যোগাযোগ করা হলে ডিসি মোহাম্মদ সালাউদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'গাড়িটি কাইন্নার ঘোনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ভুল লেন দিয়ে আমাদের গাড়ির সামনে চলে আসে। শেষ মুহূর্তে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়।'

তিনি বলেন, 'আরোহীরা সৌভাগ্যক্রমে বেঁচে গেলেও মোটরসাইকেলটি গাড়ির নিচে আটকে যায় এবং আমাদের গাড়ির একটি টায়ার পাংচার হয়ে যায়।'

'পরে আমাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পথচারী মা ও তার ছেলেকে ধাক্কা দেয়,' বলেন ডিসি।

তিনি আরও বলেন, 'আমরা তাৎক্ষণিকভাবে একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে আহত মা ও ছেলেকে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যাই ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে দুপুরের দিকে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।'

'মায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জেলা প্রশাসনের ব্যবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে,' বলেন জেলা প্রশাসক।

ওই পরিবারটির বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। তারা কক্সবাজারে বসবাস করেন এবং নিহত শিশুর বাবা রেস্তোরাঁয় কাজ করেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

জেলা প্রশাসন আহত নারীর চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে বলে জানিয়েছেন ডিসি মোহাম্মদ সালাউদ্দিন।

Comments

The Daily Star  | English

Inside the lives of RMG workers

In the shadowy predawn hours, the air in Ashulia, a small industrial town on the outskirts of Dhaka, is thick with anticipation.

11h ago