ঢাবিতে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ফজলুল হক হলে নতুন প্রভোস্ট নিয়োগ
পিটিয়ে হত্যা করার আগে তোফাজ্জলকে রাতের খাবার খেতে দেয় হত্যাকারীরা। ছবি: সংগৃহীত
পিটিয়ে হত্যা করার আগে তোফাজ্জলকে রাতের খাবার খেতে দেয় হত্যাকারীরা। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, তোফাজ্জল হত্যার ঘটনার তদন্তে গঠিত তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী আট শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী শিক্ষার্থীদের বহিষ্কারের বিষয়ে সিন্ডিকেট সভায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

তারা হলেন—মো. মোত্তাকিন সাকিন শাহ, মো. জালাল মিয়া, সুমন মিয়া, আল হোসাইন সাজ্জাদ, মো. আহসান উল্লাহ, মো. ফিরোজ কবির, মো. আব্দুস সামাদ ও ওয়াজিবুল আলম।

ফিরোজ কবির ও আব্দুস সামাদকে এখনো গ্রেপ্তার করা হয়নি।

এর আগে হত্যার দায় স্বীকার করে গতকাল আদালতে জবানবন্দি দিয়েছেন ছয় শিক্ষার্থী।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ড. শাহ্ মো. মাসুমকে পরিবর্তন করে ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াস আল-মামুনকে হলটির নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।  

গত বুধবার রাতে চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা করা হয় ফজলুল হক মুসলিম হলে।

Comments

The Daily Star  | English

Biden offers full support to Yunus-led interim govt

The two leaders met on the sidelines of the UN General Assembly in New York

25m ago