ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক-কর্মচারীদের দলীয় রাজনীতি বন্ধের সিদ্ধান্ত
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা–কর্মচারীদের দলীয় রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে এক জরুরি সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত একাধিক সিন্ডিকেট সদস্য দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানান, সিন্ডিকেটের জরুরি সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের দলীয় রাজনীতি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় এর পক্ষে-বিপক্ষে মতামত যুক্তি-তর্ক তুলে ধরেন সিন্ডিকেট সদস্যরা। সর্বশেষ সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নেয় ঢাবি সিন্ডিকেটের সদস্যরা।
তবে ভবিষ্যতে রাজনীতি নিষিদ্ধ থাকবে কিনা, এ ব্যাপারে বিশেষজ্ঞদের মতামত নিতে একটি কমিটি গঠন করা হবে বলে জানান সিন্ডিকেট সদস্যরা।
সভায় সূত্রে জানা যায়, সিন্ডিকেটের ১৭ জন সদস্যের মধ্যে ১৫ জন অংশ নেন।
কোটা সংস্কারের আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীরা যে নয় দফা দাবি দিয়েছিল সেগুলোর মধ্যে একটি ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় রাজনীতি নিষিদ্ধ করা।
Comments